তিন ফর্ম্যাটেই পান্ডিয়ার সেরা বোলিং ইংল্যান্ডের ঘরের মাঠে, চোখ রাখুন পরিসংখ্যানে
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেট নিয়ে শাকিব আল হাসানের অনবদ্য একটি নজির ছুঁয়ে ফেলেন হার্দিক পান্ডিয়া। শাকিবের পরে কোনও একটি দেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তিন ফর্ম্যাটেই ইনিংসে ৪টির বেশি উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটারে পরিণত হন হার্দিক। উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট, ওয়ান ডে ও টি-২০, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই হার্দিক পান্ডিয়ার সেরা বোলিং পারফর্ম্যান্স ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেই।
শাকিব জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাটেই ইনিংসে ৪টি বা তারও বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এমন কৃতিত্ব অর্জন করেন।
হার্দিক ২০১৮ সালে নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে ২৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। টেস্টে সেই একবারই তিনি ৪ উইকেটের গণ্ডি টপকান। সুতরাং, টেস্টে হার্দিকের সেটি কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
ভারত বনাম ইংল্য়ান্ড সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
২০১৮ সালেই ব্রিস্টলের টি-২০ ম্যাচে হার্দিক ৩৮ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন। এবছর সাউদাম্পটনের টি-২০ ম্যাচেও পান্ডিয়া ৩৩ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করেন। টি-২০ কেরিয়ারে এটিই পান্ডিয়ার সেরা বোলিং পারফর্ম্যান্স।
আরও পড়ুন:- IND vs ENG 3rd ODI: জাদেজাকে কেন ভারতের সেরা ফিল্ডার বলা হয়, অসাধারণ এই ক্যাচ দেখেই বুঝবেন: ভিডিয়ো
এবার ম্যাঞ্চেস্টারের ওয়ান ডে ম্যাচে ২৪ রানে ৪ উইকেট দখল করেন পান্ডিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়ান ডে কেরিয়ারে এই প্রথম ইনিংসে চার উইকেট দখল করলেন তিনি। সুতরাং, এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
For all the latest Sports News Click Here