তিন দলের পয়েন্ট ৭! NRR-এ নিউজিল্যান্ডের পর সেমিতে ইংল্যান্ড, ছিটকে গেলেন অজিরা
পাঁচ বছর আগে এই সিডনিতেই ৫০ ওভারের বিশ্বকাপে ভয়ঙ্কর অভিযান শেষ হয়েছিল। এবার কোনওরকম অঘটন ঘটল না। গ্রুপ লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড। যে ‘গ্রুপ ১’ থেকে ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছে নিউজিল্যান্ড।
‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ১’ থেকে আগেই নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে গিয়েছে। নেট রানরেটের নিরিখে গ্রুপেরও ‘টপার’ হয়েছেন কিউয়িরা। আজ শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে গিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো পাঁচ ম্যাচে সাত পয়েন্ট থাকলেও নেট রানরেটের নিরিখে পিছিয়ে থাকায় এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
‘গ্রুপ ১’-র তিন দলের পয়েন্ট এক থাকায় নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হয়েছে যে কোন দুটি দল সেমিতে যাবে। কিউয়িদের নেট রানরেট এতটাই বেশি ছিল যে শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া মাত্র পাঁচ রানে জেতায় আগেভাগেই সেমিতে উঠে গিয়েছেন কিউয়িরা। দ্বিতীয় দল হিসেবে লড়াইটা ছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার।
যেহেতু গ্রুপের শেষ ম্যাচের পরও ইংল্যান্ডের থেকে নেট রানরেটের নিরিখে পিছিয়ে ছিলেন অজিরা (নেট রানরেট -০.১৭৩), তাই আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে যে কোনও ব্যবধানে জিতলেই ইংরেজদের শেষ চারে চলে যাওয়া নিশ্চিত ছিল। সেটাই হল আজ। চার উইকেটে জিতে সেমিফাইনালে গেল ইংল্যান্ড (নেট রানরেট +০.৪৭৩)।
আরও পড়ুন: ENG vs SL: অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে T20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড
কিন্তু সেই ঘটনা দেখে নিশ্চয়ই হাত কামড়াবে অস্ট্রেলিয়া। কারণ গ্রুপের শেষ দুটি ম্যাচে নেট রানরেট বাড়ানোর দুর্দান্ত সুযোগ ছিল অজিদের সামনে। ২৪ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও আয়ারল্যান্ডকে ১৩৭ রান তুলতে দিয়েছিল অস্ট্রেলিয়া। মাত্র ৪২ রানে হারানোয় নেট রানরেট তেমন বাড়েনি (যেহেতু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া, তাই নেট রানরেটে মারাত্মক কম ছিল)। আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল। কিন্তু সেটাও হাতছাড়া হয়। মাত্র পাঁচ রানে জেতে।
আরও পড়ুন: Ashwin’s cheeky reply: ‘নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করবে না বললে ভালো, আমি সুযোগটা নেব’, স্পিরিটপ্রেমীদের খোঁচা অশ্বিনের
সেমিফাইনাল এবং ফাইনালের সূচি
১) প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম ‘গ্রুপ ২’-র দ্বিতীয় স্থানাধিকারী দল, ৯ নভেম্বর, সিডনি।
২) দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ‘গ্রুপ ২’-র প্রথম স্থানাধিকারী দল, ৯ নভেম্বর, অ্যাডিলেড।
৩) ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী, ১৩ নভেম্বর, মেলবোর্ন।
For all the latest Sports News Click Here