তিন গোল করেও তিন গোল হজম! রক্ষণ নিয়ে চিন্তায় এটিকে মোহনবাগান কোচ হাবাস
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় পেলনা এটিকে মোহনবাগান। ফলে টানা চার ম্যাচে জয় পেলনা সবুজ মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা, খেলার ফল ৩-৩। এই ম্যাচে দেখা গেল গোলের বন্যা। একটা, দুটো নয় মোট ছ’টা গোল হল এদিনের ম্যাচে। এই ম্যাচ ড্র হওয়ার ফলে আরও একবার প্রশ্ন উঠল। গোল করে এগিয়ে গিয়েও সেই গোল ধরে রাখতে না পারায় হাবাসের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।
এদিন প্রথমে গোল করে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। খেলার বয়স তখন ১৩ মিনিট। এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন শুভাশিস বোস। কর্নার নিয়েছিলেন হুগো বৌমাস। সেই কর্নার থেকে হেডে গোল করলেন শুভাশিস। এটিকে মোহনবাগান বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। ১৬ মিনিটেই সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি। পেনাল্টি থেকে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান ক্লেটন সিলভা। ম্যাচের ২৬ মিনিটে ফের এগিয়ে যায় বেঙ্গালুরু। কর্নার থেকে হেডে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন দানিশ ফারুক। তিনি যখন হেডটি নিচ্ছেন, তখন দানিশকে মার্কিংই করেননি এটিকে মোহনবাগানের কেউই। ৩৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সমতা ফেরায় হাবাসের দল। কৃষ্ণর নিখুঁত পাস থেকে বৌমাস গোল করেন। বিরতির সময়ে খেলার ফল ছিল ২-২।
বিরতির পরে এটিকে মোহনবাগানকে পেনাল্টি থেকে গোলটি করে এগিয়ে দেন ফিজির তারকা রয় কৃষ্ণ। এদিন আইএসএল-এ নিজের পঞ্চাশতম ম্যাচে খেলতে নেমেছিলেন রয় কৃষ্ণ। ম্যাচের ৫৮ মিনিটে এটিকে মোহনবাগানের করা সেই গোল বেঙ্গালুরু শোধ করে ৭২ মিনিটে। কর্নার থেকে প্রিন্সের হেড জড়িয়ে যায় এটিকে মোহনবাগানের জালে। টানা চার ম্যাচে জয়ের মুখ দেখতে পেলনা এটিকে মোহনবাগান। ৬ ম্যাচ শেষে আট পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৬ নম্বর জায়গা পাকা করল এটিকে মোহনবাগান। অন্যদিকে সাত ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পেল বেঙ্গালুরু। তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে রয়েছে তারা।
For all the latest Sports News Click Here