তিন ওভারে ম্যাচ জিতলে আগে বিমানবন্দরে পৌঁছে যাবে, ‘Endia’-কে কটাক্ষ পাক মন্ত্রীর
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে পাকিস্তান। কিন্তু ছিটকে গিয়েছে ভারত। তা নিয়ে ভারতকে চূড়ান্ত কটাক্ষ করলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন। কটাক্ষ করে বললেন, নামিবিয়ার বিরুদ্ধে তিন ওভারে জিতলে ভারতীয় ক্রিকেট দল তাড়াতাড়ি বিমানবন্দরে পৌঁছে যেতে পারে।
রবিবার টুইটারে ইমরান খান সরকারের মন্ত্রী বলেন, ‘ভারতের জন্য বড় খবর। ওরা (ভারত) যদি আগামিকাল (সোমবার) নামিবিয়ার বিরুদ্ধে তিন ওভার ম্যাচ শেষ করে ফেলে, তাহলে দ্রুত বিমানবন্দরে পৌঁছে যাবে (এরকম মেসেজ পেয়েছি)।’ সেই টুইটে ভারতের পরিবর্তনে #Endia লেখেন। তবে সেটা ইচ্ছাকৃতভাবে লিখেছেন নাকি ভুলবশত, তা স্পষ্ট নয়।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম দু’ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বিরাটরা। ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য অনেকে ‘যদি’-র উপর নির্ভর করতে হচ্ছিল। নেট রানরেট একটা বড় সমস্যা ছিল। সেজন্য স্কটল্যান্ডের বিরুদ্ধে দ্রুত রান তাড়া করেছিল ভারত। স্কটল্যান্ডকে ৮৫ রানে আউট করে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহরা। মাত্র ৬.৩ ওভারেই সেই রান তুলে নিয়েছিল। জয় এসেছিল আট উইকেটে। তাতে নেট রানরেট বাড়লেও রবিবার একটি ‘যদি’-র হিসাব না মেলায় ‘সুপার ১২’ থেকেই ছিটকে গিয়েছে ভারত। নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার পরেই ভারতের যাবতীয় আশা শেষ হয়ে গিয়েছে। যে ম্যাচে আফগানিস্তানকে সমর্থন করছিলেন ভারতীয় সমর্থকরা। কারণ আফগানরা জিতলে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু তেমন খেলতে পারেননি আফগানরা। ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিরাটদের ভারতে ফিরতে হচ্ছে। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা।
For all the latest Sports News Click Here