‘তিনি বললে সাদাও কালো’, হাঁসখালি ‘ধর্ষণ’কাণ্ডে মমতাকে কটাক্ষ রুদ্রনীলের?
হাঁসখালি ‘ধর্ষণ’ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমিয়ে চুলোধনা করলেন বিরোধী দলের নেতা-অভিনেতা রুদ্রনীল ঘোষ। এবারও তিনি প্যারোডি ছড়া বাঁধলেন ও তা ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষে তা ভাইরাল! অনেকেই অভিনেতার সাথে সহমত পোষণ করেছেন।
তবে মমতা বা রাজ্যের শাসক দলের নাম উচ্চারণ করেননি রুদ্রনীল। অনুব্রত মণ্ডলের পরে অভিনেতার নিশানায় মমতা রয়েছেন বলেই মনে করছে সকলে। সোমবার বিশ্ববাংলা সম্মেলনে যা যা বলেছেন মুখ্যমন্ত্রী, সেটাকেই হাতিয়ার বানিয়েছেন তিনি।
‘খবর দেখো না তুমি সব জেনে যাবে, সিরিয়াল দেখো তুমি শান্তি তো পাবে!’, দিয়ে নিজের কবিতা শুরু করেছেন রুদ্রনীল। সঙ্গে জানিয়েছেন ভালো ভালো খবর দেখালে কীভাবে সরকারি অনুদান, বিজ্ঞাপন মিলবে সেটাও! তিনি (মমতা)-র ব্যাপারে অভিনেতার মত, ‘তিনি মানে সব ঠিক তিনি মানে ভাল, তিনি যদি বলে দেন সাদা হয় কালো!’
‘পুড়ে যাক অনিসেরা, হোক হাঁসখালি, পুড়ে যাক বকটুই, হোক কোল খালি’ বলতে শোনা গেল রুদ্রনীলকে। যেভাবে মিডিয়া, ইউটিউবারদের উপর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী অশান্তি ছড়ানোর, সেটাকেও টেনে এনেছেন নিজের কবিতায় রুদ্রনীল।
নদিয়ার হাঁসখালিতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই কিশোরী মারাও যায়। ওই কিশোরীর মৃত্যু নিয়ে সোমবার বিশ্ববাংলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘ঘটনাটা খারাপ। ছেলেটা অ্যারেস্ট হয়ে গেছে। তবে মেয়েটার সঙ্গে ছেলেটার লাভ অ্যাফেয়ার ছিল বলে আমি শুনেছি। বাড়ির লোকেরাও সেটা জানত। সত্যিই ধর্ষণ হয়েছে, না প্রেগনেন্ট ছিল। না অন্য কোনও কারণ হয়েছে। না কি কেউ ধরে ২টো চড় মেরেছে। শরীরটা খারাপ হয়েছে কীভাবে জানব।’
মমতার এই বক্তব্যের পরই ক্ষোভে ফুসছে বড় একটা অংশ। প্রতিবাদ শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টে। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীর বলা কথাগুলো ‘অসংবেদনশীল’ এবং ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন তিনি। তদন্ত চেয়েছেন দুই তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী তৃণা সাহা ও রণিতা দাশরাও।
For all the latest entertainment News Click Here