‘তিনি দেখিয়েছেন এই পর্যায়ে কী করতে পারেন,’ অ্যাসেজ জয়ের পরে ক্যামেরন গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত প্যাট কামিন্স
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স রবিবার বলেছেন, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন দেখিয়েছেন যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে কী করতে পারেন। অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়ে সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে। সিরিজ জয়ের পরে কামিন্স অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডারকে নিয়ে মন্তব্য করেছেন। ইংল্যান্ড পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে যখন ৬৮ রানে শূন্য উইকেট ছিল তখনই ইংল্যান্ডের প্রথম তিন উইকেট নিয়ে ব্রিটিশদের ঝটকা দিয়েছিলেন ক্যামেরন গ্রিন।
ব্যাট হাতেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত ৭৪ রানের ইনিংস খেলেন। ২২ বছরের গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত অজি অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাসেজের শেষ টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৪৭ বলে ২৩ রান করেছেন এবং দ্বিতীয় ইনিংসে সে ১০৯ বলে ৭৪ রান করেছেন। প্রথম ইনিংসে বল হাতে ক্যামেরন গ্রিন শিকার করেছেন তিনটি উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার একটি উইকেট।
ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে কথা বলতে গিয়ে কামিন্স বলেন, ‘তিনি এই মুহূর্তে বিশ্বের যে কোনও অলরাউন্ডারের মতোই ভালো। এত অল্প বয়সী একজনকে পেয়ে অধিনায়ক হিসেবে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। একজন বোলার হিসেবে সে যতটা দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাট হাতেও সে সমান পারদর্শী। তিনি দেখিয়েছেন যে তিনি এই স্তরের জন্য তৈরি। সম্পূর্ণ রূপে একজন টেস্ট ব্যাটার এবং তারপর চতুর্থ দ্রুততম বোলার হিসাবে তিনি তুলে ধরেছেন।’
কামিন্স আরও বলেন, ‘সে দারুণ বাউন্স পেয়েছে, তার নিয়ন্ত্রণ রয়েছে, অবিশ্বাস্য দক্ষতা রয়েছে, সে খুব ভালো বোলিং করছে। আমাদের তাকে একদিন বা একটি ইনিংসে ১০ বা ১৫ ওভার বল করাতে হবে। তারপর, আপনি ভুলে যাবেন যে সে কত ছোট। তিনি সম্পূর্ণ প্যাকেজ। কিন্তু তিনি এখন তরুণ, তাঁর বয়স কম, তাই এখন থেকেই আমাদের তার যত্ন নিতে হবে। তবে তার সামনে এখন একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।’
For all the latest Sports News Click Here