তিনটে ক্যাচ মিস মুকেশের! তারপর ধোনি যা করলেন না দেখলে বিশ্বাস হবে না
অবশেষে ১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। টানা চারটি ম্যাচে পরাজয়ের পরে CSK মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৩ রানে জয়ী হয়। এই ম্যাচের পরেতরুণ ফাস্ট বোলার মুকেশ চৌধুরীর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির একটি ছবি খুবই ভাইরাল হচ্ছে। কারণ এই ছবিটি যে বিশেষ। শাহবাজ আহমেদ RCB-এর ইনিংসের ১৪.৩ ওভারে ৪১ রান করেন এবং মাহিশ থিকসানার বলে আউট হন।
সিএসকে স্পিনার মাহিশ থিকসানার চার উইকেট নিয়ে চেন্নাইয়ের পক্ষে জয়টি সম্ভব করেছেন। সিএসকে-র জয়ে যেখানে মাহিশ থিকসানা, শিবম দুবে এবং উথাপ্পা শিরোনামে উঠে এসেছেন, ঠিক এর পাশাপাশি মুকেশ চৌধুরীর নামও শিরোনামে উঠে এসেছে। আসলে বিরাট কোহলিকে আউট করে মুকেশ চৌধুরী সিএসকেকে একটি বড় সাফল্য এনে দিয়েছিলেন। কিন্তু ব্যাঙ্গালোর ইনিংসের সময় তিনি একটি নয়, দুটি নয়, RCB-র বিরুদ্ধে তিনি তিনটি ক্যাচ ফেলেছিলেন। মুকেশের ক্যাচ মিসের তালিকায় ছিল সুয়াশ প্রভুদেশাই-র ক্যাচ, দীনেশ কার্তিকের সহজ ক্যাচ এবং শাহবাজের ক্যাচটাও নিতে পারেননি মুকেশ। যার পর সবাই অবাক হয়েছিলেন। মুকেশকে তখন মাঠের মধ্যে খুব হতাশ দেখাচ্ছিল। মনে হচ্ছিল তাঁর মনোবল একেবারে ভেঙে পড়েছে।
আইপিএল-এর আরও খবর দেখতে ক্লিক করুন এখানে…
কিন্তু শাহবাজ যখন সিএসকের বিরুদ্ধে বড় ইনিংস গড়ছেন, তখনই মাহিশ থিকসানার বলে বোল্ড আউট হন শাহবাজ। সেই সময় ধোনি এমন কিছু করেছিলেন যা দেখে পুরো ক্রিকেট বিশ্ব প্রশংসা করে। ধোনি শাহবাজের উইকেটের সেলিব্রেশন না করে সঙ্গে সঙ্গে মুকেশের কাছে পৌঁছে যান এবং কিছুক্ষণ কথা বলেন। মুকেশের সঙ্গে ধোনির এই ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এবং ভক্তরা’ক্যাপ্টেন কুল’-কে অভিবাদন জানাচ্ছেন।যেভাবে তিনি তরুণ ক্রিকেটারদের মনোবল বাড়াচ্ছেন তার জন্য তাঁকে কুর্নিশ জানাচ্ছে।
আইপিএল-এর আরও খবর দেখতে ক্লিক করুন এখানে…
এই উইকেটের আগে প্রথম বলেই দীনেশ কার্তিকের একটা সহজ ক্যাচ ফেলেছিলেন মুকেশ। এই আইপিএলে দীনেশ কার্তিক যে ধরনের ফর্মে রয়েছেনতাঁর ক্যাচ ড্রপ করায় যে CSK কে অনেক মূল্য দিতে হতে পারত সেটা জানতেন ধোনি।
আইপিএল-এর আরও খবর দেখতে ক্লিক করুন এখানে…
সে সময় মাত্র সাত রান করেছিলেন দীনেশ কার্তিক। কার্তিকও এই লাইফলাইনের সদ্ব্যবহার করেন এবং ১৪ বলে ৩৪ রান করেন। পরিস্থিতি এমন ছিল যে মনে হচ্ছিল দীনেশ কার্তিক যদি ম্যাচের শেষ পর্যন্ত ক্রিজে থাকেন, তাহলে আরসিবি এই ম্যাচটি জিততে পারবে না। তবে ১৭.২ ওভারে ব্র্যাভোর বলে বাউন্ডারি লাইনে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে বসেন কার্তিক।
For all the latest Sports News Click Here