তিনটি ICC ফাইনাল খেলে তিনটিতেই হেরেছেন পূজারা, সঙ্গী ছিলেন রোহিত, জাদেজা
শুভব্রত মুখার্জি: লাল বলের ক্রিকেটে ভারতীয় সিনিয়র দলের টপ অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা। রাহুল দ্রাবিড় ঘরানার ব্যাটিং করে গোটা ক্রিকেট বিশ্বে জনপ্রিয় হয়েছেন তিনি। সেই চেতেশ্বর পূজারা ভারতের হয়ে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছেন। তবে কেরিয়ারের শেষ লগ্নে এসেও একটিও আইসিসি ট্রফি দেশের হয়ে জিততে পারলেন না তিনি। যদিও তিন তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলা হয়ে গেল তাঁর। তবে ভাগ্য এখনও পর্যন্ত তাঁর উপর সুপ্রসন্ন না হওয়াতে ট্রফি জয় সম্ভব হয়নি তাঁর। তবে পূজারা একা নন তাঁর এই ‘দুর্ভাগ্যের সঙ্গী’ ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাও।
আরও পড়ুন… ভারতের মাটিতে তারা সবাই দাদা, আর বাইরে গেলেই- দ্রাবিড়ের সমালোচনায় গাভাসকর
যে তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেও পূজারাকে হারের সম্মুখীন হতে হয়েছে সেই তিনবারেই তাঁর সঙ্গে একসঙ্গে খেলেছেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। ২০০৬ সালে প্রথমবার আইসিসি অনুর্ধ্ব-১৯ ফাইনালে উঠেছিলেন এই ত্রয়ী। যদিও এই ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এরপর এই ত্রয়ী পৌঁছান ২০২১ সালের প্রথম ডব্লুটিসি ফাইনালে। এখানেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে। আট উইকেটে তাদেরকে হারিয়ে দিয়েছিল রস টেলররা। পরবর্তীতে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ও এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার অজিদের কাছে হারতে হল ২০৯ রানের বিরাট ব্যবধানে।
আরও পড়ুন… ধোনি একাই বিশ্বকাপ জিতিয়েছে, বাকি ১০ জন তো খেলেনি- WTC Final হারতেই মাহি ভক্তকে একহাত নিলেন হরভজন
প্রসঙ্গত ২০১৯-২০ মরশুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে অনবদ্য ব্যাটিং করে অজি দলের ঘুম কেড়ে নিয়েছিলেন পূজারা। সেই সফরে তাঁকে আউট করতে কালঘাম ছুটে গিয়েছিল অজি বোলারদের। সেই পূজারাই ওভালের দুই ইনিংসে ব্যাট হাতে কার্যত কিছুই করতে পারলেন না। প্রথম ইনিংসে ভারত ২৯৬ রানে অল আউট হয়। এই ইনিংসে পূজারা ১৪ রান করে বলের লাইন ভুল বিচার করে বোল্ড হন। দ্বিতীয় ইনিংসে ভালো খেলছিলেন তিনি। করে ফেলেন ২৭ রানও। রোহিতের সঙ্গে অর্ধশতরানের জুটিও গড়েন তিনি। তবে এরপরেই আপার কাট মারতে গিয়ে কিপারকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।
For all the latest Sports News Click Here