তিনটি শব্দে ঋদ্ধির ‘শ্রেষ্ঠত্ব’ মেনে নিলেন কোহলি, ফের জাতীয় দলের দরজা কি খুলবে?
রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালান ঋদ্ধিমান সাহা, তাতে শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, আপ্লুত বিরাট কোহলির মতো সুপারস্টারও। আরসিবির টিম হোটেলে থেকেও কোহলির নজর যে গুজরাট বনাম লখনউ ম্যাচের দিকে ছিল, তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় তাঁর গতিবিধি লক্ষ্য করেই।
আইপিএলে ধুমধাড়াক্কা ব্যাট করতে দেখা গিয়েছে বহু ক্রিকেটারকেই। তবে কোহলিকে বিশেষ কোনও ক্রিকেটারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে সচরাচর দেখা যায় না। তবে ঋদ্ধিকে ব্যাট হাতে ঝড় তুলতে দেখে চুপ থাকতে পারেননি কোহলি। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে টিভিতে ঋদ্ধির ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘কী অসাধারণ খেলোয়াড়’।
কোহলির প্রশংসা জুটলেও ঋদ্ধির জন্য ফের জাতীয় দলের দরজা খুলবে কিনা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। চলতি আইপিএলে ঋদ্ধিমান সাহার কিপিংয়ে মুগ্ধ বিশেষজ্ঞরা। ব্যাট হাতেও চমকে দিচ্ছেন তিনি। অনিল কুম্বলের মতো প্রাক্তন তারকা সরাসরি ঋদ্ধিকে সেরা কিপারের তকমা দিয়েছেন। রবি শাস্ত্রী ঋদ্ধিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাখা নিয়ে সওয়াল করেছেন। প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। তবে ঋদ্ধিকে নিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের ভাবনা-চিন্তা কি বদলাবে এর পরে? সেটার উপরেই নির্ভর করছে সাহার জাতীয় দলে ফেরা।
আরও পড়ুন:- GT vs LSG: তাড়াহুড়োয় উল্টো প্যান্ট পরে মাঠে নামলেন ঋদ্ধি, হেসেই খুন ক্যাপ্টেন হার্দিক
উল্লেখ্য, ঋদ্ধিমান সাহা শেষবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন বিরাট কোহলির নেতৃত্বেই। সুতরাং, কোহলির এমন সার্টিফিকেটের পরে ছবিটা বদলানোর আশায় ঋদ্ধির অনুরাগীরা। বিশেষ করে লোকেশ রাহুল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার পরে ঋদ্ধিকে তাঁর পরিবর্ত হিসেবে দেখার আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন:- GT vs LSG: গুজরাট টাইটানসের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড ঋদ্ধির, হাতছাড়া করলেন শতরান
উল্লেখ্য, রবিবার আমদাবাদে লখনউয়ের বিরুদ্ধে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান সাহা। তিনি আইপিএলের ইতিহাসে গুজরাট টাইটানসের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেলেন। শেষমেশ ৪৩ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন ঋদ্ধি। তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন এদিন।
ঋদ্ধির পাশাপাশি ম্যাচে টাইটানসের হয়ে হাফ-সেঞ্চুরি করেন শুভমন গিল। তিনি ৯৪ রান করে নট-আউট থাকেন। প্রথমে ব্যাট করে গুজরাট ২ উইকেটের বিনিময়ে ২২৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে লখনউ ৭ উইকেটে ১৭১ রানে আটকে যায়। ৫৬ রানে ম্যাচ জেতে টাইটানস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here