তার গল্পই অস্কার এনেছে, শুঁড় দিয়ে মোদীকে আদর রঘুর! পাশে পালক মাহুত দম্পতি
অস্কারের মঞ্চে ভারতকে গর্বিত করেছে টিম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ‘আরআরআর’-এর জয়ের আড়ালে ফিকে হয়নি তামিলনাড়ুর ধরমপুরিতে বেড়ে ওঠা অনাথ হস্তিশাবকের বাস্তব কাহিনি। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কৃত হয় প্রযোজক গুণিত মঙ্গার এই ডকুমেন্ট্রি। তারপর থেকে রাতারাতি সুপারস্টার রঘু, এই হাতিকে দেখতে বন্দিপুর টাইগার রিসার্ভ ফরেস্টে মেলা ভিড়। তবে রবিবার রঘু আর বোম্মির সঙ্গে দেখা করতে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মোদী।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর অস্কার জয়ের পরই টুইটারে প্রযোজক গুণিত মঙ্গা এবং পরিচালক কার্তিকী গনসালভেসকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। তবে এবার অস্কার জয়ের প্রকৃত কাণ্ডারিদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। এদিন থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছান মোদী, দেখা করেন রঘু-বোম্মিকে বড় করে তোলা মাহুত দম্পতি কে বোম্মান ও তাঁর স্ত্রী বেলির সঙ্গে।
তামিলনাড়ুর ধরমপুরিতে অনাথ হস্তিশাবকের যত্নআত্তির দায়িত্বে ছিলেন বোম্মান ও স্ত্রী বেলি, তাঁদের ঘিরেই তৈরি হয়েছে অস্কার জয়ী ডকু-শর্ট ফিল্ম। হস্তিশাবক রঘুর মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে কীভাবে এই দম্পতি দিনরাত এক করে সন্তান স্নেহে তাকে বড় করে তুলেছেন বোম্মান-বেলি তা উঠে এসেছে পরিচালক কার্তিকীর ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এ।
এদিন দুই হস্তিশাবক এবং মাহুল দম্পতির সঙ্গে দেখা করে মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অসাধারণ পরিতৃপ্তি বোম্মান এবং বেলির সঙ্গে দেখা করে, বোম্মি এবং রঘুর সঙ্গেও সাক্ষাৎ হল’।
নীলগিরির মুদুমালাই টাইগার রিসার্ভ কেন্দ্রে অবস্থিত থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে মোদীর সফর ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের তরফে এলাকার সমস্ত হোটেল, এলিফ্যান্ট সাফারি এবং পর্যকটদের প্রবেশ এলাকায় নিশিদ্ধ করা হয়েছে ৭ থেকে ৯ই এপ্রিল।
এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনও দেখা করেছিলেন বোম্মান ও বেলির সঙ্গে। তাঁদের সংবর্ধনা জানানোর পাশাপাশি এক লক্ষ টাকা করে পুরস্কারও দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর বন দফতরের কর্মী বোম্মান। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর সাফল্য ভাগ্য বদলেছে এই আদিবাসী মাহুত দম্পতির। মুখ্যমন্ত্রীর পর এবার প্রধানমন্ত্রী সান্নিধ্য লাভ করলেন তাঁরা।
For all the latest entertainment News Click Here