তারক মেহতা কা উলটা চশমা-র প্রযোজক সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের হল যৌন হেনস্থার মামলা
বিপাকে ‘তারক মেহতা কা উল্টা চশমা’র প্রযোজক অসিত মোদী। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করল মুম্বই পুলিশ। তবে শুধু প্রযোজক অসিত মোদীই নন, একই অভিযোগে অভিযুক্ত ওই টেলি শোয়ের অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজ। এক অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্ততিকে এই মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ৩৫৪ এবং ৫০৯ (একজন মহিলাকে তার শালীনতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এর অধীনে মামলা দায়ের করেছে। তবে এই মামলায় পাওয়াই পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সংবাদ সংস্থা ANI-সূত্রে এই খবর মিলেছে।
আরও পড়ুন-‘কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি’, ফের সরব স্বস্তিকা
আরও পড়ুন-‘রান্নাটা বিশেষ পারি না, তবে বাসন মাজতে বেশ ভালোবাসি’, অকপট স্বস্তিকা
আরও পড়ুন-‘সলমনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কুকুরের মতো ব্যবহার করা হয়’, বিস্ফোরক দাবাং সহ অভিনেত্রী হেমা
এর আগেই ‘তারক মেহতা কা উল্টা চশমা’র প্রযোজক অসিত কুমার মোদী ও ধারাবাহিকের অন্য দুই সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী অভিনেত্রীর বয়ান রেকর্ড করে পাওয়াই পুলিশ। সেসময়ই পুলিশ জানিয়েছিল, খুব শীঘ্রই এই মামলায় অসিত কুমার মোদীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।’
যদিও এর আগে অভিযুক্ত ত্রয়ী এবং ধারাবাহিকের পরিচালকদের দল একটি অফিসিয়াল বিবৃতি জারি করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। সেখানে বলা হয়েছিল, প্রতিহিংসা মেটাতেই ওই অভিনেত্রী এমন অভিযোগ এনেছেন। কারণ, প্রযোজনা সংস্থার তরফে তাঁর সঙ্গে কাজের চুক্তি বাতিল করা হয়েছিল।
এর আগে অভিযোগকারী অভিনেত্রী নিজেই একাধিক সংবাদমাধ্যমকে তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল তা জানিয়েছিলেন। আউটডোর শ্যুটে থাকাকালীন তাঁর সঙ্গে অসিত মোদী অশালীন আচরণ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগ ছিল, তাঁর ঘরে এসে মদ্যপান করার এবং চুম্বন করার কথা বলেছিলেন অসিত মোদী। শ্যুটিং থেকে ফিরে এসে তিনি শো ছেড়ে চলে যেতে চাইলেও তাঁকে পারিশ্রমিক আটকে রাখার কথা বলে আটকে দেওয়া হয়।
For all the latest entertainment News Click Here