তারকাখচিত দেবী চৌধুরানী! শুভ্রজিতের ছবিতে শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়া থাকছেন কারা?
তারকা খচিত দেবী চৌধুরানী আনছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যে এই ছবি দর্শকরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভবানী পাঠকের চরিত্রে এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেবী চৌধুরানীর চরিত্রে দেখতে চলেছেন। অর্থাৎ কাবেরী অন্তর্ধানের পর আবার এখানে প্রসেনজিৎ শ্রাবন্তী স্ক্রিন শেয়ার করবেন। এবার জানা গেল টলিউডের কেবল এই দুই তারকা নন। আরও একগুচ্ছ পরিচিত এবং সুদক্ষ অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে এই ছবিতে।
সূত্রের তরফে জানা যাচ্ছে বাঙালির নতুন ফেলুদা, ইন্দ্রনীল সেনগুপ্ত থাকছেন এই ছবিতে। ইতিমধ্যেই সাম্প্রতিককালে এই তারকা একাধিক বাংলা ছবিতে কাজ করে ফেলেছেন। এবার শোনা যাচ্ছে এই ছবিতে নাকি তিনি রঙ্গরাজের চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করে তেমনই আভাস দিয়েছেন পরিচালক।
অন্যদিকে শোনা যাচ্ছে দর্শনা বণিক এবং বিবৃতি চট্টোপাধ্যায়কেও এই ছবিতে দেখা যেতে চলেছে। তাঁদেরকে এখানে সাগর এবং নিশির চরিত্রে দেখা যাবে যথাক্রমে। পরিচালক শুভ্রজিৎ জানিয়েছেন এই দুই মহিলা চরিত্রকে এখানে তিনি একদম অদেখা, অকল্পনীয় রূপে তুলে ধরবেন।
বর্তমান প্রজন্মের অন্যতম নজরকাড়া অভিনেতা কিঞ্জল নন্দকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে এই ছবিতে। তিনি এর আগে কর্ণসুবর্ণের গুপ্তধন, হীরালাল, ৮/১২, ব্যোমকেশ হত্যামঞ্চ, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। এবার তাঁকে এই ছবিতে ব্রজেশ্বরের চরিত্রে দেখা যাবে।
এছাড়াও শোনা যাচ্ছে পরিচালক নাকি এই ছবিতে ফকির বিদ্রোহের অন্যতম মাথা, মজনু শাহের চরিত্রকে ঢোকাতে চলেছেন। এই ছবির ট্রেনিং দিতে ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল আসছেন বলেই জানা গিয়েছে। তিনি এর আগে বাজিরাও মাস্তানি, পদ্মাবৎ , মনিকর্নিকা, ইত্যাদি ছবির ক্ষেত্রে সেই ছবির কলাকুশলীদের ট্রেনিং দিয়েছিলেন।
বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস ভিত্তিক ছবির জন্য সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ।
For all the latest entertainment News Click Here