তামিল ভাষায় কিছু বলার অনুরোধ ফটোগ্রাফারের, ধনুশের উত্তর শুনে মুগ্ধ নেটপাড়া
মজাদার ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে হাজির হবেন জনপ্রিয় পরিচালক আনন্দ এল রাই। চলতি মাসেই মুক্তি পাবে বলিউড ছবি ‘আতরাঙ্গি রে’। সারার সঙ্গে অক্ষয় কুমার ও ধনুশকে দেখা যাবে এই ছবিতে।
অভিনেত্রী সারা আলি খান এবং ধনুশ তাঁদের আসন্ন ছবির প্রোমোশনে দারুণ ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে, এক ফোটোগ্রাফার অভিনেতা ধনুশকে তামিল ভাষায় কিছু বলার অনুরোধ করেন।
আগেও বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন ধনুশ। অভিনেতার কাছে ফটোগ্রাফার আবদার করে বলেন, ‘স্যার দক্ষিণী ভাষায় কিছু বলুন না।’ সেই মুহূর্তে ফোটোগ্রাফারের কথা বুঝতে না পেরে ধনুশ প্রশ্নটা আবার জিজ্ঞাসা করেন। ফোটোগ্রাফার তখন তাঁকে তামিল ভাষায় কিছু বলার জন্য অনুরোধ করেন। ধনুশ উত্তরে হাতজোড় করে বলেন, ‘ভেনাক্কম’। যার অর্থ ‘হ্যালো’। দক্ষিণী অভিনেতার এমন ব্যবহারে খুশি হয়ে যান সারা আলি খান। অভিনেত্রীও ফটোগ্রাফারদের উদ্দেশ্যে হাতজোড় করেন।
অভিনেতার এমন ব্যবহারেই খুশি হয়ে যান নেটিজেনরা। পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবি ‘আতরাঙ্গি রে’তে অক্ষয় কুমার এবং সারা আলি খানের পাশাপাশি অভিনয় করছেন ধনুশ। অক্ষয়কে এই ছবিতে এক অতিথি চরিত্রে দেখা যাবে। ছবিতে রিঙ্কু সূর্যবংশীর ভূমিকায় রয়েছেন সারা আলি খান। অন্যদিকে সারার প্রেমিক সাজাদের চরিত্রে অক্ষয় কুমার এবং স্বামী বিষ্ণুর ভূমিকায় ধনুশ। আগামী ২৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘আতরঙ্গি রে’।
For all the latest entertainment News Click Here