‘তামিল ছেড়ে এবার সেক্রেড গেমস’-এর কপি!’ আবার প্রলয়ের জন্য রাজকে ঠুকলেন রাহুল
বহুদিন পর আবারও পরিচালনায়, সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত আবার প্রলয়ের টিজার। যেখানে নতুন অবতারে দেখা গিয়েছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। যে চরিত্রটির সঙ্গে সেক্রেড গেমস-এর পঙ্কজ ত্রিপাঠির চরিত্রটির মিল খুঁজে পেয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’ছবির নায়ক রাহুল। আর নাম না করেই তাই রাজ চক্রবর্তীকে ট্রোল করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী লিখেছেন রাহুল?
রাহুল তাঁর ফেসবুকের পাতায় লেখেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে,শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা…trolls r welcome’। নিজের লেখায় রাহুল সরাসরি রাজের নাম না নিলেও তিনি ঠিক কার উদ্দেশ্যে কথাগুলি লিখেছেন, তা বুঝে নিতে অসুবিধা হয়নি নেটপাড়ার। রাহুলের এই পোস্টের নিচে এক নেটনাগরিক লিখেছেন, ‘ওখানে গুরুজীর লুকটা পঙ্কজ ত্রিপাঠীর হুবহু পুরো এক।’ কেউ আবার সরাসরি বলেছেন, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটিও তো কপি।
আরও পড়ুন-যৌন লালসার ৪ গল্প! উপস্থাপনায় বালকি, সুজয়, অমিতকে ছাপিয়ে গেলেন পরিচালক কঙ্কনা
তবে রাহুলের সমালোচনায় কোনও মন্তব্য করেননি পরিচালক রাজ। তবে যাঁর লুক নিয়ে আলোচনা হচ্ছে, মন্তব্য করেছেন সেই ঋত্বিক চক্রবর্তী। ‘আবার প্রলয়’-এর টিজার শেয়ার করেছেন অভিনেতা হৃত্বিক চক্রবর্তীও। সেখানে একজন কমেন্টে লেখেন, ‘পঙ্কজ ত্রিপাঠি গুরুজি’। হৃত্বিক তার উত্তরে লেখেন, ‘ভারতীয় গুরুজীরা অনেকটা এমনই দেখতে।’ হৃত্বিককে সমর্থন করে ওই নেটিজেন ফের লেখেন, ‘আলবাত হয়, গুরুজীর বাণী পাইয়া ধন্য হইলাম, শুভেচ্ছা।’ আবার কেউ কেউ লেখেন, কপি হলেও লুকটা এবং টিজার পছন্দ হয়েছে।
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটির হাত ধরেই বড় পর্দায় পা রাখেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২০০৮-এর ১৫ অগস্ট মুক্তি পেয়েছিল সেই ছবি। যেটি কিনা ছিল সুপারহিট।
এদিকে ‘আবার প্রলয়’-টিজার আসার ইঙ্গিত দিয়ে রাজ চক্রবর্তী লিখেছিলেন, ‘আবহাওয়া কিন্তু ভালো না, এবার তান্ডব হবে আরও বেশি! তাই সতর্ক থাকুন আর সাবধানে থাকুন!’ আর এই ঝড়ের বার্তা নিয়েই হাজির হচ্ছে ‘আবার প্রলয়’। তবে এবার আর সিনেমা হয়, এটি আসছে Zee5-এ ওয়েব সিরিজ আকারে।
সুন্দরবনের নারীপাচারকে কেন্দ্র করে গল্প সাজানো হয়েছে। তবে শুধু হৃত্বিকই নন, অনিমেষ দত্তর লুকে চমকে দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। লেদার জ্যাকেট আর সানগ্লাস পরে অ্যাকশন হিরোর লুকে দেখা দিয়েছেন তিনি। এছাড়া অন্যান্য ভূমিকায় দেখা গিয়েছে গৌরব চক্রবর্তী, হৃত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, নুসরত ফারিহা, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, সায়নী ঘোষ, লোকনাথ দে-র মতো অভিনেতারা।
For all the latest entertainment News Click Here