‘তামান্নার সামনে বিজয় কিছুই না’- অভিনেতাকে ট্যাগ করে বললেন নেটিজেন, পেলেন উত্তরও
অফস্ক্রিন জুটি প্রথমবার আসছেন পর্দায়। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা। এটাই তাঁদের একত্রে করা প্রথম কাজ হতে চলেছে। পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও। কিছুদিন আগেই তামান্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে স্বীকার করে নেন যে তিনি সত্যি প্রেম করছেন বিজয়ের সঙ্গে। এতদিন যে যে গুনগুন, ফিসফাস শোনা যাচ্ছিল তাঁদের নিয়ে সেসবই সত্যি। অভিনেত্রী জানিয়ে দেন এই ছবির সেটে তাঁদের আলাপ হয়, সেখান থেকেই প্রেম। সদ্যই তাঁদের নিয়ে একটি বিশেষ ফটোশুট করে লাস্ট স্টোরিজের নির্মাতারা। সেখানকার একটি ছবি টুইটারে শেয়ার করে এক ব্যক্তি বিজয়কে খাটো করে তামান্নার গুণগান করেন। যদিও তাতে তিনি যোগ্য জবাবও পান অভিনেতার থেকে।
এদিন সেই ব্যক্তি তাঁদের সাম্প্রতিক একটি ফটোশুটের ছবি ভাগ করেন এবং তাঁদের সম্পর্ক এবং এই ফটোশুটের ছবিগুলোকে কটাক্ষ করে লেখেন, ‘তামান্না সব কিছু। আর উনি কেবল বিজয়।’ তিনি তাতে রীতিমত সহমতি জানান। সেই ব্যক্তির টুইট শেয়ার করে বিজয় লেখেন ‘আমি আপনার সঙ্গে একদমই সহমত।’
যদিও অভিনেতার ভক্তরা তাঁকে সমর্থন করেছেন। এবং গোটা বিষয়কে অন্য ভাবে তুলে ধরেছেন। এক ব্যক্তি লেখেন, ‘বিজয় যথেষ্ট।’ আরেকজনের মতে, ‘এর অর্থ স্যার আপনিই সব কিছুর বিজয়ী।’ অভিনেতার এই জবাবে মুগ্ধ হয়ে আরেকজন লেখেন, ‘এই জন্যই আপনাকে এত ভালো লাগে।’
কেবল বিজয় না তামান্নাও এই পোস্ট রিটুইট করেন। তিনি সেখানে জোকারের ইমোজি দিয়ে এটা শেয়ার করেন।
এই সিরিজের নির্মাতারা সদ্যই ‘লাস্ট স্টোরিজ ২’ -র একটি ফটোশুটের আয়োজন করেছিলেন। সেখানে একদম নজরকাড়া লুকে ধরা দিলেন এই বলি জুটি। তাঁদের বাস্তবের রোম্যান্স ক্যামেরাতেও ধরা পড়েছে। কখনও প্রেমিকার কোলে শুয়ে, কখনও বা তাঁর পায়ের কাছে বসে একদম হট লুকে ধরা দিলেন বিজয়। কালো পোশাকে টুইনিং করে বোল্ড লুকে নজর কাড়লেন তামান্নাও। ভক্তদের মধ্যে একপ্রকার হইচই পড়ে গিয়েছে তাঁদের এই কেমিস্ট্রি দেখে। আলাদাই মাত্রা যোগ করেছে পুরো বিষয়টা।
তামান্না এবং বিজয়ের এই হট ফটোশুট যে সোশ্যাল মিডিয়ার পারদ বেশ অনেকটাই চড়িয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই ছবিগুলো পোস্ট করে সিরিজের নির্মাতাদের তরফে ক্যাপশনে লেখা হয়, ‘আপনারা এতদিন যে কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন সেটা মনে হচ্ছে সত্যি হয়ে গেল! লাস্ট স্টোরিজ আগামী ২৯ মে মুক্তি পেতে চলেছে।’ নেটফ্লিক্সে আসবে এই সিরিজের দ্বিতীয় ভাগ।
For all the latest entertainment News Click Here