তাপমাত্রা -২০! আবদার মেটাতে লাদাখে বাদ্যযন্ত্র হাতে সুর তুললেন শান্তনু মৈত্র
লাদাখে পাহাড়ের ওপর তাপমাত্রা হিমাঙ্কের নীচে। সেখানে -২০ ডিগ্রি তাপমাত্রায় গান গাইছেন শান্তনু মৈত্র। বেড়াতে গিয়ে পাহাড়ি গাইডের আবদার রাখতে গান গাইতে এক প্রকার বাধ্য হয়েছেন তিনি। পথপ্রদর্শকের অনুরোধ ফেলবেন কী করে সুরকার!
বলিউডের অন্যতম জনপ্রিয় এবং নামী সংগীত শিল্পী তথা সংগীত পরিচালক শান্তনু মৈত্র। তাঁকে কাছে পেয়ে কে না গান শোনার আবদার করবে! সংগীত পরিচালককে কাছে পেয়ে সুযোগ নষ্ট করতে চাননি পাহাড়ি পথপ্রদর্শক। তাঁর কথাও ফেললেননি সংগীত পরিচালক। তাপমাত্রা হিমাঙ্কে অনেকটাই নিচেই প্রচণ্ড ঠান্ডায় কাঁপা গলায় গেয়ে উঠেছেন ‘পিয়ু বোলে পিয়া বোলে’। হাতে উকুলেলে নিয়ে দিব্যি সুর ধরেছেন তিনি। পুরনো সেই ভিডিয়ো নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে শেয়ার করেছেন।
বরফের চাদরে মোড়া পাহাড়ি নির্জন জায়গায় বসেই হাতে বাদ্য়যন্ত্র নিয়ে খালি গলায় গাইতে দেখা গেছে তাঁকে। ২০০৩ থেকে বলিউডে যাত্রা শুরু, এরপর একাধিক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। পরিণীতা-ছবির তাঁর এই গান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। থ্রি ইডিয়টস, লাগা চুনরি মে দাগের মতো ছবিতে সুর দিয়েছেন তিনি৷ সুরকারের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন তিনি।
For all the latest entertainment News Click Here