তাঁর সময়ে BCCI-এর ৫টি উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরলেন সৌরভ, দেখে নিন তালিকা
সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ২০১৯ সালে। ৩ বছর পরে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভের জমানা শেষ হচ্ছে। মহারাজের বদলে নতুন বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি। আগামী ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভের মেয়াদ শেষ হচ্ছে।
আরও তিন বছর বিসিসিআই সভাপতির পদে থেকে যাওয়ার সুযোগ ছিল সৌরভের সামনে। তা সত্ত্বেও কেন সরে যেতে হচ্ছে তাঁকে, সেবিষয়ে বিস্তর চর্চা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দ্বিধাবিভক্ত দেখাচ্ছে বিষয়টি নিয়ে।
বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার প্রসঙ্গে সৌরভ এতদিন কোনও মন্তব্য করেননি। অবশেষে বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পরে মহারাজ মুখ খোলেন এই বিষয়ে। তিনি স্পষ্ট জানান যে, কেউ চাইলে চিরকাল যেমন খেলোয়াড় থাকতে পারেন না, ঠিক তেমনই কেউ সারাজীবন প্রশাসকও থাকতে পারেন না।
আরও পড়ুন:- BCCI President: ‘সারাজীবন কেউ প্রশাসক থাকে না, সবাইকেই একদিন প্রত্যাখ্যাত হতে হয়’, মুখ খুললেন সৌরভ
নিজের প্রশাসনিক কেরিয়ার সম্পর্কে ইঙ্গিতবহ মন্তব্য করার পাশাপাশি সৌরভ প্রকারান্তরে তুলে ধরেন তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকার সময়ে ভারতীয় ক্রিকেটের কিছু উল্লেখযোগ্য সাফল্যের কথা। আইপিএলের টেলিভিশন স্বত্ব থেকে হরমনপ্রীতদের কমনওয়েলথ গেমসে পদকজয়, এমন বেশ কয়েকটি দিকে ইঙ্গিত করেন মহারাজ। দেখে নেওয়া যাক সৌরভ কোন বিষয়গুলিকে চিহ্নিত করেন তাঁর সময়ে বিসিসিআই তথা ভারতীয় ক্রিকেটের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে।
১. করোনার মাঝেও আইপিএল আয়োজন করা মোটেও সহজ কাজ ছিল না। বিঘ্ন ঘটলেও শেষমেশ সাফল্যের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আয়োজন করেছে। অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলি যেমন করোনার সময়ে অর্থিক সংকটে ভুগছিল, আইপিএলের জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড তেমন পরিস্থিতির মুখে পড়েনি।
আরও পড়ুন:- নেতা ধরে ক্ষমতায় এলে এভাবেই সরতে হবে, BCCI থেকে সৌরভের বিদায়ে কাটছাঁট প্রতিক্রিয়া প্রাক্তন CAB কর্তার
২. ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবার অংশ নেয় কমনওয়েলথ গেমসে। বার্মিংহ্যাম থেকে রুপোর পদক জিতে দেশে ফেরেন হরমনপ্রীত কউররা।
৩. ভারতের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ থেকে যুব বিশ্বকাপের ট্রফি জিতে দেশে ফেরে।
৪. অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারতীয় ক্রিকেট দল। সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীন ঘরের মাঠে তো বটেই, এমনকি বিদেশেও উল্লেখযোগ্য সাফল্য পায় টিম ইন্ডিয়া।
৫. রেকর্ড অর্থে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মিডিয়া রাইটস বিক্রি করে বিসিসিআই। আইপিএলের ব্র্যান্ড ভ্যালু সর্বোচ্চ মাত্রায় পৌঁছয় সৌরভের আমলেই।
For all the latest Sports News Click Here