‘তাঁর থেকে বেশি আত্মবিশ্বাস কেউ দেয়নি’: ওয়ার্ন প্রসঙ্গে আরসিবির তরুণ ক্রিকেটার
শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকমাস আগের ঘটনা। থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন শেন ওয়ার্ন। সেই সময়তে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ২০২২ সালের ৪ ঠা মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরবর্তীতে তিনি আইপিএলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০০৮ সালে কার্যত তরুণ ব্রিগেড নিয়েই রাজস্থান রয়্যালসকে আইপিএলের প্রথম বর্ষের শিরোপা জিততে সহায়তা করেন। ওয়ার্নের স্মৃতিচারণা করতে গিয়ে ২২ বছর বয়সি মাহিপাল লোমরর জানিয়ে দিলেন ওয়ার্ন তাকে যে আত্মবিশ্বাসটা জুগিয়েছেন তা অন্য কেউ দেয়নি।
২০০৮-১১ এই চার মরশুম রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্ন। পরবর্তীতে রাজস্থানের ফ্রাঞ্চাইজির মেন্টরও হোন তিনি। মাহিপাল লোমরর যিনি বর্তমানে আরসিবির হয়ে খেলছেন তিনি রাজস্থানে থাকাকালীন তার সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন ওয়ার্ন তাকে সর্বক্ষণ আত্মবিশ্বাসের যোগান দিতেন। উল্লেখ্য ২০১৮-২১ এই চার বছর লোমরর রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলেছিলেন। রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রাজস্থানে ওয়ার্নের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করেছেন তিনি।
ইউটিউব ভিডিয়োতে তিনি বলেছেন ‘ওয়ার্নের সঙ্গে থাকা মানেই আলাদা একটা ‘ভাইব’ কাজ করে। আমি অন্য কোনও মানুষের সঙ্গে থাকাকালীন কোনও দিন সেটা উপভোগ করিনি। পরিবেশে যেন আলাদা এনার্জি, পজিটিভিটি ছড়িয়ে দিতেন ওয়ার্ন। পরিস্থিতি তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে ব্যাখ্যা করেন সেইভাবে অন্য কেউ তা ব্যাখ্যা করতে পারে না। ও (ওয়ার্ন) আমাকে যেভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে তা কোনও দিন অন্য কেউ দেয়নি। ক্রিকেটকে সবসময়ও জীবনের অঙ্গ বলে মনে করত। সবসময় বলত একটা ম্যাচ তোমাকে ভাল বা খারাপ ক্রিকেটার করে দিতে পারে না। তোমাকে ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। আমি এখন যেখানে রয়েছি তার পিছনে ওর সবথেকে বড় অবদান রয়েছে।’
For all the latest Sports News Click Here