তাঁকে অধিনায়কত্বের চাপ বহন করতে হবে না- কামিন্সকে নেতৃত্ব ছাড়তে বললেন হিলি
প্যাট কামিন্সকে নিয়ে বড় মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন উইকেটরক্ষক ইয়ান হিলি। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতে মাটিতে পরপর দুটি ম্যাচে টিম অস্ট্রেলিয়ার হারের পরে প্যাট কামিন্সের সমালোচনা করলেন ইয়ান হিলি। ক্রিকেট দলের পরপর দুটি টেস্ট হারের পরে প্যাট কামিন্সকে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক। তিনি জানিয়েছেন এবার যেন টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন প্যাট কামিন্স।
SEN রেডিও পডকাস্টে, হিলি জানিয়েছেন তিনি চান না যে প্যাট কামিন্স অধিনায়কত্বের চাপ বেশি দিন বহন করুক। হিলি চান যে প্যাট কামিন্স একজন ফাস্ট বোলার হিসাবে তাঁর ক্যারিয়ার শেষ করুক এবং অন্য কেউ যেন অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্বের চাপ বহন করুক। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ইয়ান হিলি বলেছেন, ‘আমি চাই না যে প্যাট কামিন্স অধিনায়কত্বের চাপ বেশি দিন বহন করুক। আমি চাই যে তিনি একজন ফাস্ট বোলার হিসাবে তাঁর ক্যারিয়ার শেষ করুক এবং অন্য কাউকে অধিনায়কত্বের চাপ নিতে দিন।’
আরও পড়ুন… চাই না আমার দেশ আমাকে কাঁদতে দেখুক- ম্যাচ হেরে সানগ্লাস পরার কারণ জানালেন হরমন
এদিকে প্যাট কামিন্স টেস্টে নিজের এক নম্বর র্যাঙ্কিং হারিয়েছেন। ২৯ বছর বয়সী কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের ১৮ মাস হয়ে গেছে। তিনি ২০২১ সালের নভেম্বরে টেস্ট অধিনায়ক হন এবং তারপর তাঁকে ওয়ানডেতেও অধিনায়ক করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে, কামিন্স টেস্টে বিশ্বের এক নম্বর বোলার ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি নিজের স্থান হারিয়েছেন। জেমস অ্যান্ডারসন এখন এক নম্বর জায়গায় পৌঁছে গিয়েছেন এবং কামিন্স তিন নম্বরে নেমে এসেছেন।
এদিকে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না প্যাট কামিন্স। শুক্রবার একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বলেন, ‘এই মুহূর্তে (তৃতীয় টেস্টের জন্য) ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত ঠিক। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমাদের সতীর্থদের থেকে যে সমর্থন পেয়েছিল, তা প্রশংসনীয়। সকলকে ধন্যবাদ।’
আরও পড়ুন… ভিডিয়ো: এ যেন অতীতের ফ্ল্যাশব্যাক, এনতিনির ছেলের বলে ফের আউট চন্দ্রপলের ছেলে
আগামী ১ মার্চ থেকে ইন্দোরে ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। যে টেস্ট থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, জোশ হেজেলউডরা। এবার মায়ের অসুস্থতার জন্য সেই টেস্টে খেলতে পারবেন না কামিন্সও। সেই পরিস্থিতিতে কামিন্সের পরিবর্তে ইন্দোরে মিচেল স্টার্ক (ফিটনেসের উপর নির্ভর করছে) খেলতে পারেন। স্টার্কের ফিটনেস নিয়ে সমস্যা থাকলে দলে ঢুকতে পারেন স্কট বোল্যান্ড। যিনি নাগপুরে প্রথম টেস্টে খেলেছিলেন। কামিন্সের থেকে ভালো বলই করেছিলেন। কিন্তু দিল্লিতে দ্বিতীয় টেস্টে এক পেসারে খেলেছিল অস্ট্রেলিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here