তরুণ বাঙালি শিল্পীর প্রশংসায় অরিজিৎ, বললেন তাঁর অনুকরণে গেয়েছেন ‘বিসমিল্লা’র গান
সম্প্রতি আলোচনায় বাংলা সিনেমা ‘বিসমিল্লা’। নানাকারণে এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যে কয়েকটি জল্পনা ইতিমধ্যেই বিতর্কের চেহারাও নিয়েছে। কিন্তু এই প্রতিবেদন সে সব প্রশঙ্গে নয়। এই প্রতিবেদন একেবারেই অন্য একটি কারণে। এর কেন্দ্রে একটি গান এবং দু’জন শিল্পী।
হালে ‘আজকে রাতে’ বলে এই ছবির একটি গান জনপ্রিয় হয়েছে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। শিল্পী হিসাবে অরিজিতের প্রতিভা নিয়ে আলোচনার আর কোনও অবকাশই নেই। কিন্তু বাণিজ্যিক হিন্দি ছবির গানের পাশাপাশি যে তিনি ধ্রপদী সঙ্গীতেও কতটা পারদর্শী— তার আরও একটি প্রমাণ হল এই গানটি। এমনই বলেছেন তাঁর অনুরাগীরা। আর সেই কারণেই এই গান সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। তার মধ্যে মজার এক তথ্য জানালেন অরিজিৎ নিজে। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে। (আরও পড়ুন: ‘দাদা-বোন যখনই গাইবে,লোকে শুনবে’, অরিজিৎ-এর বোনকে চেনেন? দাদার মতোই সুরেলা গলা)
কী লিখেছেন অরিজিৎ সিং?
শিল্পী লিখেছেন, এই গানটি গাওয়ার পিছনে রয়েছে অন্য এক শিল্পীর অবদান। তিনি এক তরুণ বাঙালি শিল্পী। তাঁর নাম দেবর্ষি ভট্টাচার্য। ইতিমধ্যেই ধ্রুপদী সঙ্গীতমহলে দেবর্ষি পরিচিত নাম হয়ে উঠেছেন। কিন্তু বাণিজ্যিক সিনেমা বা প্রচলিত ‘জনপ্রিয়’ ঘরানার গানের শ্রোতারা তাঁর গানের সঙ্গে ততটাও পরিচিত নন। এহেন শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায়া লিখেছেন, ‘আমার সব শ্রোতাদের বলতে চাই, শ্যুটিং ভার্সনে দেবর্ষি যেভাবে গানটি গেয়েছেন, আমি তার প্রতিটি লাইন অনুকরণ করেছি। উনি অত্যন্ত প্রতিভাবান শিল্পী। ওঁর মতো শিল্পীর আরও গান গাওয়া উচিত।’ এর পরে তিনি লিখেছেন, ‘ওঁর গাওয়া গানটি যদি আপনারা শুনতে পেতেন, তাহলে খুব ভালো হত।’ (আরও পড়ুন: জিয়াগঞ্জের মানুষের পাশে অরিজিৎ! ফ্রি-কোচিং সেন্টার খুলতে উদ্যোগী ঘরের ছেলে)
এর পরেই খোঁজ পড়ে গিয়েছে দেবর্ষির গাওয়া ‘আজকে রাতে’র সংস্করণটির। দেবর্ষিও সোশ্যাল মিডিয়ায় অরিজিতের এই পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, অরিজিতের মতো মানুষ এবং শিল্পীর কাছ থেকে এই ধরনের প্রশংসা পেয়ে তিনি কৃতজ্ঞ বোধ করছেন। তার পরেই জানিয়েছেন, কোথায় পাওয়া যাবে তাঁর গাওয়া ‘আজকে রাতে’র সংস্করণ।
দেবর্ষির কথায়, তাঁর গাওয়া ‘আজকে রাতে’ শুধু সিনেমাতেই রয়েছে। ফলে যাঁরা এই গানটি শুনতে চান, তাঁদের প্রেক্ষাগৃহে গিয়ে এই গানটি শুনতে হবে। সিনেমার মাঝেই শুধু ব্যবহার হয়েছে এটি। এখনও পর্যন্ত আলাদা করে এটি প্রকাশ করা হয়নি। একই সঙ্গে তিনি ইন্দ্রদীপ দাশগুপ্তের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here