তরুণ অভিষেকের ভিডিয়ো শেয়ার শ্রীলেখার, বউ সংযুক্তাকে ট্যাগ করে লিখলেন…
অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতি মনে ঘর করে এল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। ফেসবুকে তা শেয়ার করে অভিনেতার স্ত্রী সংযুক্তাকে ট্যাগও করলেন তিনি। সেই ভিডিয়ো দেখে স্মৃতি মেদুর সোশ্যাল মিডিয়াও।
‘আপন হলো পর’ ছবির দৃশ্য এটি। ২ বছর আগেই শ্রীলেখা টিভিতে টেলিকাস্ট হওয়ার সময় ছবির দৃশ্যটি নিজের ফোনে রেকর্ড করে রেখেছিলেন। ছবিতে অভিষেক আর শ্রীলেখা ছাড়াও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, লাবনী সরকারের মতো তারকারা।
২০০০ সালের এই ছবির দৃশ্যে অভিষেকের একেবারে তরুণ। পুলিশ অফিসারের চরিত্রে তিনি। আর শ্রীলেখা হলেন পকেটমার। দেখা যাচ্ছে অভিষেক ধরে শ্রীলেখাকে লকআপে ঢোকাচ্ছে। মুখে বলছে ‘পকেট মারার সময় মনে ছিল না!’
সিনেমার সেই ক্লিপিংস শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘স্মৃতিতে এল মিঠুদা। সংযুক্তা চট্টোপাধ্যায় দেখো।’ আরও পড়ুন: আবার বড়পর্দায় অভিষেক! আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর কোন ছবি দেখানো হবে জানেন
আসলে অভিষেকের মৃত্যুর পর থেকেই মন খারাপ শ্রীলেখার। এই যেমন দিনকয়েক আগেই অভিষেক-পত্নী সংযুক্তার একটি সাক্ষাৎকার, যেখানে তিনি নাম না করে প্রসেনজিৎ আর ঋতুপর্নার সমালোচনা করেছেন, তার উল্লেখ করে শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দাদা, ‘দিদি’র নামে কিছু বললেই অন্যান্যরা যেন কেমন অস্বস্তিতে পড়ে যেতেন। যেন, ওঁদের নিয়ে বলা বারণ। কিন্তু সেই মিঠুদার মৃত্যুর পরে তাঁর স্ত্রী সংযুক্তা (চট্টোপাধ্যায়) যে ভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সত্য কথা বললেন, তাতে তাঁর কষ্টটা অনুভব করতে পারলাম।’
২৪ এপ্রিল রাতে মারা যান অভিষেক চট্টোপাধ্যায়। ‘মোহর’, ‘খড়কুটো’ ধারাবাহিকে কাজ করতে করতেই চলে যান তিনি। সেই সময় স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’তেও কাজ করছিলেন। দিন দুই অসুস্থ ছিলেন। তাই নিয়েই যান শ্যুটে। তারপর হার্ট অ্যাটাকে চলে যান সকলকে ছেড়ে।
For all the latest entertainment News Click Here