তথাগতর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন দেবলীনা! কোথায় গেল সেই সমীকরণ?
ভেঙেছে আট বছরের সম্পর্ক। আলাদা হয়েছে ছাদ। তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্তের বিচ্ছেদ নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু জানেন কি, এক সময়ে প্রাক্তন স্ত্রীকে চোখে হারাতেন অভিনেতা?
দেবলীনা ঘুম পাড়িয়ে না দিলে ঘুমোতে পারতেন না তথাগত। অতীতে ‘দিদি নম্বর ওয়ান’-এ এ কথা ফাঁস করেছিলেন দেবলীনা স্বয়ং। ইদানীং অনুষ্ঠানের সেই পুরনো ক্লিপটি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘ধরো গেট টুগেদার হচ্ছে। আমরা বন্ধুবান্ধব বা দাদা বৌদিদের সঙ্গে আছি। এ বার ও (তথাগত) সবার মাঝ খানে দাঁড়িয়ে বলবে, ‘দেবু ঘুম পাড়িয়ে দিবি আয়।”
এখানেই থেমে যাননি দেবলীনা। জানান, তথাগত মাথায় হাত বুলিয়ে বা হাতে সুড়সুড়ি দিয়ে তাঁকে ঘুম পাড়াতে হত। শৈশবেও নাকি এ ভাবে ঘুমপাড়ানো হত তাঁকে। বয়স বাড়লেও বদলায়নি পুরনো অভ্যাস। অগত্যা সেই দায়িত্ব নিতে হয়েছিল দেবলীনাকেই।
শোনা যায়, ‘ভটভটি’-তে নায়িকা হিসেবে বিবৃতি চট্টোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন তথাগত। শ্যুটিং শেষের পর নবাগতা নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পরিচালকের। সেই ঘনিষ্ঠতা থেকেই প্রেম। স্বাভাবিক ভাবেই তখন তথাগত-দেবলীনার সম্পর্কে ফাটল ধরে। আলাদা হয়ে যান তাঁরা।
(আরও পড়ুন: হল পাচ্ছে না তথাগতর ‘ভটভটি’, গর্জে উঠলেন শ্রীলেখা, দোষ কি এসভিএফ-রাজ চক্রবর্তীর?)
দাম্পত্য ভাঙলেও থেকে গিয়েছে বন্ধুত্ব। ব্রাত্য কাদা ছোড়াছুড়ি, বিতর্ক। ‘ভটভটি’-তে তথাগতর পরিচালনায় অভিনয় করেছেন দেবলীনা। আলাদা হওয়ার পরেও ছবির প্রচারে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। ব্যক্তিজীবনের টানাপড়েনের আঁচ পড়েনি পেশাগত সম্পর্কে।
(আরও পড়ুন: বিবৃতি নাকি দেবলীনাকেই সবচেয়ে বেশি ভরসা কর! ফেসবুকে এসব কী লিখল তথাগতর নায়িকা)
গুঞ্জন, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন দেবলীনা। মাঝে মধ্যেই কফি শপে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের। দেবলীনা যদিও এ সব কিছুকেই নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
For all the latest entertainment News Click Here