‘তখন ইষ্টি কুটুম না ছাড়লে মরে যেতাম’, এতদিন পর বিস্ফোরক বাহামণি রণিতা দাস
রণিতা দাশ এলেন, দেখলেন আর জয় করলেনের মতো এন্ট্রি নিয়েছিলেন টলিউডে। ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে বাহার চরিত্রে তাঁকে দেখে হতবাক হয়েছিল দর্শক। নিমেষে সকলের ভালোবাসা কুড়িয়েছিলেন রণিতা। হয়ে উঠেছিলেন দর্শকদের ঘরের মানুষ। তারপর হঠাৎ করেই ছেড়ে দেন ধারাবাহিক। তারপর থেকে আর দেখা মেলেনি টলিউডেও! কারণ কী ছিল জানেন?
‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের আগে ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালে অভিনয় করেছেন রনিতা। তবে বাহার চরিত্র যেভাবে দর্শকদের মন কাড়ে তা আগে কখনও হয়নি। সেই সময় শোনা গিয়েছিল, হঠাৎ পাওয়া জনপ্রিয়তাই নাগি মাথা বিগড়ে দিয়েছিল তাঁর। আর সেই কারণেই ছেড়েছিলেন শ্যুট। যদিও সম্প্রতি রণিতা দাবি করেন শারীরিক অসুস্থতা ছিল কারণ। ওভারিতে একটা গুরতর সমস্যা হয়েছিল, মেরুদণ্ডের ব্যথায় দাঁড়াতে পারতেন না, ওজন বেড়ে যাচ্ছিল। আর এই অবস্থায় শ্যুট চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই ছেড়েছিলেন ধারাবাহিকের কাজ। যা নিয়ে তাঁর নামে মামলা করা হয়।
আসলে, রণিতা ‘ইষ্টি কুটুম’ ছাড়ার দিন কয়েক পরেই তাঁর প্রেমিক সৌপ্তিক চক্রবর্তী ছেড়ে দায় ‘জল নুপুর’। যা নিয়ে মনে করা হয়েছিল, দু’জনে আলোচনা করেই একসাথে কাজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রণিতার দাবি, দুজনে আলাদা আলাদা কারণে ছেড়েছিলেন কাজ। নায়িকা আরও বলেন, ‘একসাথে অভিনয় ছেড়ে দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি থেকে আমাকে আর সৌপ্তিককে ব্যান করা হয়। সৌপ্তিককে তখন তিনটে সিনেমা ছাড়তে হয়েছিল। আমার কেরিয়ারও বেশ ক্ষতিগ্রস্ত হয়।’
For all the latest entertainment News Click Here