তখনই আমি শেষবার ক্রিকেটের জন্য কেঁদে ছিলাম, বিশ্বকাপ জিতেও কাঁদিনি- গৌতম গম্ভীর
১৯৮৩ ও ২০১১ সালে ভারত দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। চলতি বছরে আবারা ঘরের মাঠে ODI বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এই বছরের শেষের দিকে রোহিত শর্মার দল ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জেতার লড়াই-এ নামবে। এখন দেখার ভারতের ট্রফি ক্যাবিনেটে তৃতীয় ট্রফিটি আসে কিনা। দলের শেষ বিশ্বকাপ জয়টি এমএস ধোনির নেতৃত্বে হয়েছিল এবং দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন ওপেনার গৌতম গম্ভীর। যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে বীরত্বপূর্ণ ৯৭ রান করেছিলেন। প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ২০০৪-২০১৬ এর মধ্যে ১২ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
আরও পড়ুন… যৌন হয়রানির চেষ্টা! তদন্ত শুরু দানি আলভেসের বিরুদ্ধে, নিশ্চিত করল কোর্ট
স্টার স্পোর্টসে একটি মিড-ম্যাচ শো চলাকালীন বিশ্বকাপ নিয়ে আলোচনা করার সময় ৯০-এর দশকের ভারতীয় দলের কথা বলেছিলেন গৌতম গম্ভীর। ১৯৯২ বিশ্বকাপের কথা বলেছিলেন গৌতি। যেখানে ভারত রাউন্ড-রবিন পর্যায়ে নয়টি দলের মধ্যে সপ্তম স্থানে ছিল। ভারত আটটির মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছিল এবং গম্ভীর অস্ট্রেলিয়ার কাছে দলের সংকীর্ণ পরাজয়ের কথা স্মরণ করেছেন তিনি। গম্ভীর বলেছিলেন সেটা মনে করেছেন। গৌতি বলেছেন এখনও সেই কথা মনে করলে তাঁর কান্না আসে। ভারত সেই ম্যাচটি এক রানে হেরেছিল। তাদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয়ের মুখোমুখি হয়েছিল এবং একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল।
আরও পড়ুন… আফগানদের বিরুদ্ধে খেলবে না অস্ট্রেলিয়া, প্রতিবাদে BBL থেকে নাম তুললেন নবিন-উল-হক
গম্ভীর সেই ম্যাচের কথা স্মরণ করে বলেছেন, ‘আমার মনে আছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ দেখেছিলাম যখন ভারত অস্ট্রেলিয়ার কাছে ১ রানে হেরেছিল। আমার মনে আছে, আমি ক্রিকেটের জন্য একমাত্র সেই সময় কেঁদেছিলাম এবং আমি সম্ভবত কেঁদেছিলাম কারণ ভারত সেই খেলাটি মাত্র এক রানে হেরেছিল। এর পরে আমি কখনও কাঁদিনি, এমনকি বিশ্বকাপ জেতার পরেও নয়।’
প্রথমে ব্যাট করতে নেমে, ডিন জোন্সের ১০৮ বলে গুরুত্বপূর্ণ ৯০ রানের সাহায্যে অস্ট্রেলিয়া ২৩৭/৯ রান স্কোর বোর্ডে তুলেছিল। কপিল দেব এবং মনোজ প্রভাকর উভয়েই দলের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন কিন্তু বৃষ্টির কারণে ভারতীয় ইনিংস কমে দাঁড়িয়েছিল ৪৭ ওভারের। এবং ২৩৬ রানের সংশোধিত লক্ষ্য ছিল টিম ইন্ডিয়ার সামনে। অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ৯৩ রানের ধাক্কা সত্ত্বেও, টম মুডি তিনটি উইকেট নেওয়ায় শেষ পর্যন্ত ভারতের এক রান কম ছিল। ব্রিসবেনে অজিরা জয়লাভ করায় ম্যাচের শেষ বলে রানআউট হন রাজু।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here