ঢুলুঢুলু চোখে সানি দেওলের ছেলের বিয়েতে সলমন খান! ভাইজানর কী হল হঠাৎ?
সানি দেওলের ছেলে করণ দেওল এবং দৃশা আচার্য রবিবার সাত পাকে বাঁধা করেন। সকালে ছিল তাজ হোটেলে বিয়ে। আর রবিবার রাতে ছিল রিসেপশনের পার্টি। রিসেপশনে বলিউডের বড় বড় তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সলমন খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সুনীল শেট্টি, অনুপম খের, জ্যাকি শ্রফ, এবং পুনম ধিলোঁ-সহ অসংখ্য বলিউড তারকা নবদম্পতিকে অভিনন্দন জানাতে এসেছিলেন।
তবে পাপারাজ্জিদের ক্যামেরায় বিয়ের রিসেপশন পার্টিতে সলমন খানের ছবি আর ভিডিয়ো ধরা পড়তেই বেশ চিন্তায় পড়ে গিয়েছেন খান-ভক্তরা। ঢুলুঢুলু চোখে এদিন দেখা গেল তাঁকে। নেভি ব্লু রঙের স্যুট পরেছিলেন। কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘সলমনের চোখে কী কিছু হয়েছে। চোখটা এরকম দেখাচ্ছে কেন?’ আরেকজন লিখলেন, ‘চোখটা এত ফোলা কেন সলমনের। মনে হচ্ছে কান্না করেছে খুব।’ তৃতীয়জনের মন্তব্য, ‘সলমনকে দেখে আমার ঠিক লাগল না আজ। আশা করি সব ঠিক আছে।’ আরও পড়ুন: নিজের ম্যানেজারের হাতে ৮০ লাখের আর্থিক প্রতারণা, কী পদক্ষেপ ‘পুষ্পা’ রশ্মিকার?
কাজের সূত্রে, সলমনকে শেষ দেখা গিয়েছে কিসি কা ভাই কিসি কি জান ছবিতে। যা বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। বিশ্বব্যপী ১৮১ কোটি আয় করে ছবিখানা। ভারতের বাজার থেকে আয় মাত্র ১৩১ কোটি। ইদের সিনেমা হিসেবে এই অঙ্ক ছিল খুবই কম। আরও পড়ুন: বিতর্ক বাড়তেই কমছে ব্যবসার অঙ্ক, রবিবার কত কোটির ব্যবসা করল ‘আদিপুরুষ’?
এরপর আসছে ‘টাইগার থ্রি’। সলমনের স্পাই থ্রিলার টাইগার ফ্র্যাঞ্চায়েজি-র তৃতীয় ছবি এটি। এই সিনেমাতেও সলমনের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। রয়েছেন ইমরান হাসমিও। বরাবরই টাইগার সিরিজ জনপ্রিয় দর্শকদের মধ্যে। সলমন ভক্তদের আশা, টাইগার থ্রি কম করে ৫০০ কোটির ব্যবসা করবেই। সঙ্গে আবার যশরাজের স্পাই ইউনিভার্সের মিলন ঘটবে এই ছবিতে। মানে পাঠান শাহরুখ আসবেন ছবিতে টাইগার সলমনকে সাহায্য করতে। ফলত শাহরুখের ফ্যানদেরও সাহায্য পাবেন ভাইজান তা বলাই বাহুল্য়।
সলমন বর্তমানে ব্যস্ত রয়েছে বিগ বস ওটিটি নিয়েও। প্রথম সিজনে বিগ বস ওটিটি-র সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন করণ জোহর। কিন্তু বারবার পরিচালক-প্রযোজকের উপর উঠতে থাকে পক্ষপাতিত্বের অভিযোগ। অবশেষে দ্বিতীয় সিজনে এসে সেই দায়িত্বও চাপল সলমন খানের কাঁধেই। ওটিটি শেষ হলেই বিগ বস ১৭ শুরু হবে কালার্সে।
For all the latest entertainment News Click Here