‘ঢুকলেই গুলি’, কঙ্গনা রানাওয়াতের বাড়ির নামের ফলক দেখে নেটপাড়া বলছে ‘লেডি ডন’!
বলিউডের বিতর্কিত নায়িকাদের মধ্যে প্রথমেই নাম আসে কঙ্গনা রানাওয়াতের। দীর্ঘ কেরিয়ারে বহু বিতর্কে জড়িয়েছেন, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর বাড়ির নেমপ্লেট। যেখানে লেখা ‘অনুপ্রবেশকারীদের গুলি করা হবে’। অভিনেত্রীর মালিকানায় শুধুমাত্র একটি মুম্বই এপার্টমেন্টই নেই, রয়েছে একটি ম্যানশন মানালিতেও, যা সাজিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনার শবনম গুপ্তা। যিনি আলিয়া ভাট , রণবীর কাপুর, মিনি মাথুর এবং প্রয়াত ইরফান খানের মতো সেলিব্রিটিদের সাথে কাজ করেছেন।
বাড়ির ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা লিখলেন, ‘বরাবরই আমার প্রতিটা বাড়ি নিয়ে ভাবনা-চিন্তা খুব স্পষ্ট। সঙ্গে নিজের হাতে সমস্ত কিছু করার থেকে ভালো কিছু আর হয় না। মাউন্টেন চেকস সঙ্গে তাঞ্জোর পেইন্টিং, সবকিছুতেই রয়েছে একটা হৃদয় যার যোগ পাহাড়ের সঙ্গে। কিন্তু ভালোবাসা দক্ষিণ ভারতের।’ ভিডিয়ো ক্সিপিংয়ে তাঁর দলকে একটি বড় তাঞ্জোর পেইন্টিং টাঙাতে দেখা যাচ্ছে আরও একটি তাঞ্জোর পেইন্টিংয়ের পাশে সবুজ দেওয়ালের উপরে। দেওয়ালের সামনের সোফায় ধূসর এবং সাদা চেক প্যাটার্নে ঢাকা দেওয়া কুশন ও ম্যাট্রেস। আরও পড়ুন: ‘মিঠাই’ নাকি এপ্রিলে শেষ হয়ে যাচ্ছে? সকাল-সকাল খারাপ খবরে ঘুম ভাঙল ভক্তদের
বুধবার, কঙ্গনা একটি ঘরের বাইরে ফ্লোরাল ওয়ালপেপারের উপরে দেওয়ালে লাগানো একটি সাইন বোর্ড শেয়ার করেছিলেন বৌদি রিতু রানাওয়াতের ইনস্টাগ্রাম দেওয়াল থেকে। যেখানে লেখা ছিল, ‘কোন অনুপ্রবেশ নয়। লঙ্ঘনকারীদের গুলি করা হবে। বেঁচে থাকাদের আবার গুলি করা হবে!’ কঙ্গনা প্রায়ই ইনস্টাগ্রামে তার মুম্বই এবং মানালির বাড়ির ছবি এবং ভিডিয়ো পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত বছর, দীপাবলির সময় অভিনেতা ফুল এবং আলো দিয়ে সজ্জিত তার মুম্বই বাড়ির একটা আভাস সকলকে দিয়েছিলেন। আরও পড়ুন: সেলফি তুলতে মালাইকার গায়ের উপরে পুরুষ-ভক্ত! নিজেকে বাঁচাতে এরপর যা করলেন তিনি…
এই তো দিনকয়েক আগে কঙ্গনা বরফে ঢাকা মানালির বাড়ি সকলের সঙ্গে ভাগ করে নেন। যেখানে থাকেন তাঁর বাবা-মা। বাড়ির ভিতরে পুরু কাঠের প্যানেলিং, দেওয়ালে পরিবারের নানা মুহূর্তের ছবি, প্রতিটা ঘর থেকেই চোখে পড়ছে নয়নাভিরাম পাহাড়।
কঙ্গনা রানাউতের জন্ম হিমাচল প্রদেশের ভাম্বলায়। বলিউডে কেরিয়ার শুরু করেন ২০১৬ সালের গ্যাংস্টার সিনেমা দিয়ে। অভিনেতাকে পরবর্তীতে দেখা যাবে ইমার্জেন্সিতে, যেখানে তিনি শুধু অভিনয়ই করছেন না, রয়েছেন পরিচালনা-প্রযোজনার দায়িত্বেও। অনুপম খের , শ্রেয়স তালপাড়ে, মিলিন্দ সোমান এবং অন্যান্যদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই পিরিয়ড ফিল্মে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কুইন নায়িকাকে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here