ড্রেসিংরুমে ভালো লাগছিল না, মাঠে ইংল্যান্ডকে জেতাতে মরিয়া ছিলেন ‘হার্ডহিটার’ উড
শুভব্রত মুখার্জি: আর একটা ছোট ভুল মানেই সিরিজ শেষ। শেষ হয়ে যাবে অ্যাশেজের এবারের লড়াই। এমন আবহেই ২-০ ফলে পিছিয়ে থেকে লিডস হেডিংলিতে তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিল স্টোকস বাহিনী। অন্যদিকে ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের হাতছানি ছিল অস্ট্রেলিয়ার। এজবাস্টন এবং লর্ডস টেস্টে জিতে ২-০ ফলে এগিয়ে লিডস টেস্টে খেলতে নামে তারা। প্রথম দুই টেস্টে একেবারেই ভালো পারফরম্যান্স করতে না পারায় তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়তে হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েই দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছেন মার্ক উড। ইংল্যান্ডের তৃতীয় টেস্টে জয়ের পিছনে অন্যতম কারণ মার্ক উডের অলরাউন্ড পারফরম্যান্স। আর সেই কারণেই ম্যাচ সেরা ও হয়েছেন তিনি। আর জয়ের পরে উচ্ছ্বসিত মার্ক উড জানালেন ম্যাচের সেরা হতে পেরে অত্যন্ত আনন্দিত। দলের জন্য দুর্দান্ত একটা জয়।
ম্যাচের সেরা হওয়ার পর মার্ক উড জানিয়েছেন, ‘সত্যি বলছি এই জয়ে খুব খুব খুশি। বিশেষ করে ম্যাচ সেরা হতে পেরে। আমাদের জন্য দারুণ একটা জয়। এই জয়ের ফলে সিরিজে ও আমরা টিকে থাকতে পারলাম। ড্রেসিংরুমে বসে আমার একবারেই ভালো লাগছিল না। দলের ছেলেরা আপনাকে নিশ্চয় সেটা বলতে পারবে। ম্যাচের টেনশনে সাজঘরে বসে বসে আমার হাত ঘামত। তবে ২২ গজে নেমে লড়াই করাটা অনেক বেশি সহজ। বিশ্বের সেরা পেসারদের বিরুদ্ধে খেলার মজাটাই আলাদা। প্রথমবার আমি এইভাবে ব্যাট হাতে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছি। আমি ভীষণ খুশি।’
নিজের অলরাউন্ডার তকমা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘এত তাড়াতাড়ি সেটা বলা যাবে না। বল খুব দ্রুত আসছিল ব্যাটে। একটু এদিক ওদিক হলেই লেগে যেতে পারত। আমি বোলিং করার সময়ে বব উইলিসের কথা চিন্তা করছিলাম। আমার রোল নিয়ে স্টোকসি (বেন স্টোকস) খুব নির্দিষ্ট ছিল। আমাকে দ্রুত গতির পাশাপাশি শর্ট স্পেল করাচ্ছিল। এই সময়ে আমার যা আছে সব উজাড় করে দিতে বলেছিল। এখন ও যদিও অনেক বিষয়ে কাজ করাটা বাকি রয়েছে। দুই দল একে অপরের টেলএন্ডারদের বিরুদ্ধে আমরা যতটা আক্রমণাত্মক হওয়া যায় ততটা করেছি। আর আমাদের এটার বিরুদ্ধে লড়াই করতে হবে। ‘
প্রথম ইনিংসে দ্রুতগতির ২৪ রান করা নিয়ে উড বলেন, ‘আমি এই ইনিংসটা খেলতে পেরে খুব খুশি। আমি ইমপ্যাক্টের বিষয়ে বলতে পারব না। তবে রান করতে পেরে আমি খুশি। যেখানেই আমরা গেছি যে সাপোর্টটা পেয়েছি তা অসাধারণ। তবে উত্তরে আমাদের জন্য সমর্থনটা যেন একটু বেশিই, তাই না?’ শেষ দুটি টেস্টের জন্য ফিট কিনা সেই সম্বন্ধে বলতে গিয়ে উড বলেন, ‘আশা করছি ফিট থাকব। আশা করছি দুটো টেস্টেই খেলতে পারব। ফিট থাকার জন্য যা যা দরকার সবটা করব।’ প্রসঙ্গত মার্ক উড ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮ বলে ২৪ এবং দ্বিতীয় ইনিংসে ৮ বলে ১৬ রান করেন তিনি। বল হাতে প্রথম ইনিংসে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৬৬ রান দিয়ে নেন দুটি উইকেট।
For all the latest Sports News Click Here