ড্রাগ সেবন করে দু’বছরের জন্য নিষিদ্ধ ব্রিটিশ বক্সার আমির খান
শুভব্রত মুখার্জি: নিষিদ্ধ ড্রাগ সেবন করে নিষেধাজ্ঞার কবলে পড়লেন ব্রিটিশ বক্সার আমির খান। মঙ্গলবারেই এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হল তাঁকে। ইউকে অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে তাঁকে এই শাস্তির নিদান দেওয়া হয়েছে। সব ধরনের খেলা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বক্সার আমির খানকে। নিষিদ্ধ তালিকাভুক্ত ড্রাগ ওস্টারিন সেবন করে এই শাস্তির মুখে পড়তে হল প্রতিভাবান বক্সারকে।
আরও পড়ুন… IPL 2023-এ করোনার থাবা! করোনা পজিটিভ ধারাভাষ্যকার আকাশ চোপড়া
গত ফেব্রুয়ারিতে এক লড়াইতে তিনি মুখোমুখি হয়েছিলেন কেল ব্রুকের। সেই ম্যাচ শেষেই করা হয় তাঁর মূত্র পরীক্ষা। যেখানে তাঁর স্যাম্পেলে পাওয়া যায় ওস্টারিনের উপস্থিতি। উল্লেখ্য ৩৬ বছর বয়সি আমির খান ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন। স্বদেশীয় ব্রুকের কাছে ষষ্ঠ রাউন্ডের অতিরিক্ত সময়ে হারের পরেই তিনি অবসর নিয়ে ফেলেছিলেন। গত ফেব্রুয়ারিতে ১৯ তারিখ ব্রুকের বিরুদ্ধে ম্যাচটি হেরে যাওয়ার পরে অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। এরপরেই নিষেধাজ্ঞার কবলে পড়তে হল তাঁকে। এই নিষেধাজ্ঞার পরে যে কোন ধরনের খেলা থেকে তাঁকে দূরে থাকতে হবে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত। ২০২২ সালের ৬ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল তাঁকে। যা শেষ হবে ২০২৪-এর ৫ এপ্রিল।
আরও পড়ুন… ও না থাকলে ভারত ২০১১ বিশ্বকাপ জিতত না- স্পেশাল ক্রিকেটারকে হরভজন সিং-এর কুর্নিশ
ইউকেএডির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওস্টারিন এমন একটি ড্রাগ যা সেবন করলে তার প্রভাব রয়েছে আরেক নিষিদ্ধ ড্রাগ টেস্টোস্টেরনের মতন। ওয়াডার তালিকা অনুযায়ী ওস্টারিন একধরনের অ্যানাবলিক এজেন্ট। প্রসঙ্গত আমির খান প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি লাইট ওয়েল্টার ওয়েট বিভাগে এই শিরোপা জিতেছিলেন। আমির খান অবশ্য নিজেও এই দোষের কথা আগেই স্বীকার করে নিয়েছিলেন। তবে তাঁর দাবি ছিল এটা তিনি ইচ্ছাকৃতভাবে করেননি। তবুও ইউকের ডোপিং বিরোধী সংস্থার তরফে জানানো হয়েছে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ডোপিংয়ের দায় সংশ্লিষ্ট অ্যাথলিটের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here