ড্যাডি অভিষেককে হারিয়ে ফোলা চোখে ইভেন্টে তৃণা, ‘আহারে খুব কেঁদেছে’ লিখল ভক্তরা!
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। তবে আচমকা পাওয়া এই দুসংবাদের শোক কাটিয়ে উঠতে পারেনি সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ। প্রয়াত অভিনেতার শেষ যাত্রার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছে তৃণা, রচনা, সোনামনিদের।
‘খড়কুটো’র কাজ চলতে চলতেই চলে যান অভিষেক। দু’দিন আগে যেই মানুষটার সাথে শ্যুট করেছেন, সে যে এভাবে চলে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি তৃণা। চোখের জলে বলতে শোনা গিয়েছে, কীভাবে শরীরের যত্ন নেওয়ার যত্ন তিনি বকাবকি করতেন অভিষেককে। সাথে জানিয়েছেন শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও ড্যাডি বলেই ডাকতেন তিনি। অভিষেকও তাঁকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন।
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। তবে আচমকা পাওয়া এই দুসংবাদের শোক কাটিয়ে উঠতে পারেনি সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ। প্রয়াত অভিনেতার শেষ যাত্রার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছে তৃণা, রচনা, সোনামনিদের।
‘খড়কুটো’র কাজ চলতে চলতেই চলে যান অভিষেক। দু’দিন আগে যেই মানুষটার সাথে শ্যুট করেছেন, সে যে এভাবে চলে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি তৃণা। চোখের জলে বলতে শোনা গিয়েছে, কীভাবে শরীরের যত্ন নেওয়ার যত্ন তিনি বকাবকি করতেন অভিষেককে। সাথে জানিয়েছেন শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও ড্যাডি বলেই ডাকতেন তিনি। অভিষেকও তাঁকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন।
For all the latest entertainment News Click Here