ডোবাচ্ছেন সিনিয়ররা, ওদিকে তরুণদের জাত চেনাতে বললেন MI-র কোচ!
মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে বছরের পর বছর ধরে তরুণদের উপর বাজি রেখেছে। মুম্বই ইন্ডিয়ান্স থেকেই অনেক তরুণ ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এবারের দলেও একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। এবার তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন কোচ মার্ক বাউচার।
এই বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চারজন অনভিজ্ঞ ক্রিকেটারকে মাঠে নামায়। যাদের মধ্যে দুই জন ক্রিকেটার তাদের প্রথম আইপিএল ম্যাচ খেলে। এ বিষয়ে বুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার মনে করেন, আইপিএল তরুণ উঠতি ক্রিকেটারদের কাছে এক বিরাট সুযোগ এনে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আইপিএল একটা বিশাল বড় মাপের টুর্নামেন্ট। তরুণ ক্রিকেটাররা এই টুর্নামেন্টে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে পারে।’
আইপিএলের তরুণ প্রতিভা সুযোগ দিয়ে তাদের সবার সামনে তুলে ধরার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের বেশ সুনাম রয়েছে। এর আগে হার্দিক পান্ডিয়া ও বুমরাহদের মতো প্লেয়ারদের সুযোগ দিয়ে বিশ্বের সামনে তুলে ধরেছে মুম্বই ইন্ডিয়ান্স। সে বিষয়ে মুম্বইয়ের প্রধান কোচ বলেন, ‘বেশ কয়েক বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স যে ভাবে তরুণদের তুলে এনেছে তা অসাধারণ। এবারও আমরা নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছি। প্রথম ম্যাচে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। আশা করব গোটা মরশুম জুড়ে তারা ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নেবে।’
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে ৯ ওভারে সূর্যকুমার যাদব আউট হবার পরে মাঠে নামেন তরুণ ব্যাটার নেহাল ওয়াধেরা। এই ম্যাচে তিনি অভিষেক ঘটান। তিলক ভর্মাও ভালো খেলেন। ভর্মা এবং ওয়াধেরা ৫০ রানের জুটি গড়েন মাত্র ৩০ বলে। ওয়াধেরা ১৩ বলে ২১ রানে করেন। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড তরুণ ক্রিকেটারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘তিলক দুর্দান্ত খেলেছে। অন্য তরুণরাও ভাল করেছে।’
অধিনায়ক রোহিত শর্মাও ভর্মার প্রশংসা করে বলেন, ‘ও খুব ইতিবাচক একজন ক্রিকেটার। সেই সঙ্গে বেশ মেধাবী। আজ যে কয়েকটি শট খেলেছে, তাতে ও অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে।’ মোটের উপর মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটাররা ভালো খেললেও প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার দল।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )
For all the latest Sports News Click Here