ডেবিউর আগে আমি প্রায় সব পরিচালকের সঙ্গে কথা বলেছি, কেউ কাজ করতে চায়নি: অভিষেক
হাতে কাজ রয়েছে, ভালো সময়ের মুখ দেখেছেন অভিনেতা অভিষেক বচ্চন। ঠিক একইভাবে একসময় হাতে কাজ ছিলনা, খারাপ অভিজ্ঞতা, দুঃসমের সম্মুখীন হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের বিভিন্ন ওঠাপড়া অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিষেক।
বরারই নেপোটিজম এবং ট্রোলের শিকার অভিনেতা। ব্যাট হাতে ছক্কা হাঁকানোর মতো সেগুলোকে সামাল দেন তিনি। কখনও কখনও মন্তব্যের পালটা জবাবও দেন। অভিনেতা স্বজনপ্রীতি এবং ট্রোলগুলির বিষয়বস্তু সম্বোধন করছিলেন, প্রকাশ করেছিলেন ডেবিউ সিনেমা পেতে দু’বছর সময় লেগেছিল তাঁর।
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন পুত্র অভিষেক বচ্চন। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক। বিপরীতে ছিলেন করিনা কাপুর। এরপর ২১ বছরের দীর্ঘ জার্নি; গুরু, পা, ধুম সিরিজের মতো একগুচ্ছ অসাধারণ ছবিতে অভিনয় করেছেন অভিষেক।
রোলিং স্টোন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, ‘হাতে কাজ থাকায় ভালো সময়ের সাক্ষী হয়েছি আমি। হাতে কাজ ছিলনা, তখনও খারাপ সময়ও দেখেছি আমি। আসলে কোনও কিছুই গায়ে মেখে নেওয়া উচিত নয়… দিনের শেষে, এটা শুধুমাত্র ব্যবসা। যদি তোমার সিনেমা ভালোমতো না চলে, তাহলে পরবর্তীকালে তোমার উপর নতুন ছবি তৈরির জন্য কেউ পয়সা লাগাবে না। সুতরাং, আমি বিশ্বাস করি এই স্বজনপ্রীতিকে ঘিরে পুরো কথোপকথন কিছুটা সুবিধাজনক। এবং আমরা কিছু বিষয়ও ভুলতে বসেছি.. এই ২১ বছর ধরে অনেক পরিশ্রম, মনের কষ্ট, হদয় ভাঙার সাক্ষী আমি। এটা মোটেই সহজ ছিল না’।
তিনি আরও বলেন, তাঁর জন্য কোনও সিনেমা তৈরি করেননি অমিতাভ বচ্চন। এমনকি ছেলের সিনেমা করার জন্য কারও কাছে কখনও অনুরোধও করেননি তিনি। অভিষেকের কথায়, ‘প্রথম সিনেমা পেতে আমার প্রায় দু’বছর সময় লেগেছিল। অনেক লোক মনে করবে মিঃ বচ্চনের ছেলে হওয়ায় লোকে ব্লকের চারপাশে লাইনে দাঁড়াবে। না তেমন কোনও ব্যাপার ছিল না। জার্নি শুরুর আগে প্রায় প্রত্যেক পরিচালকের সঙ্গে আমি কথা বলেছিলাম। তাঁর কেউই আমার সঙ্গে কাজ করতে চায়নি, ঠিক আছে’।
টুইটারে অমিতাভ বচ্চন সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করে বলেন, ‘পরিশ্রম না করে কেউই সফল হতে পারে না। আমি তোমার পরিশ্রমে গর্বিত। তোমার অর্জনেও আমি খুব খুশি। আমি আশা করি (তোমার) পিতামহের কথা এবং আশীর্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের পাশে থাকবে’।
অভিষেককে শেষবার বব বিশ্বাস ছবিতে দেখা গিয়েছিল যা দর্শকদের ভালো লেগেছিল। অমিতাভও তার অভিনয়ের প্রশংসা করেছেন। অভিনেতার আসন্ন প্রোজেক্টে ‘দাসভি’ এবং ‘ব্রীথ: ইনটু দ্য শ্যাডোজ সিজন ২’ রয়েছে।
For all the latest entertainment News Click Here