ডেথ ওভারে বল করার এলেম নেই অর্জুনের! একী বলে দিলেন প্রাক্তন SRH কোচ
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ওভারে বল করতে আসেন অর্জুন তেন্ডুলকর। শেষ ওভারে অর্জুনের অসাধারণ বোলিং নজর কেড়েছে সবার। ডেথ ওভারে তাঁর মার্জিত বোলিংয়ের ফলে ১৪ রানে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনকে শেষ ওভার ২০ রান রক্ষা করার দায়িত্ব দেন মুম্বই অধিনায়ক রোহিত। আর তাতে স্বসম্মানে উত্তীর্ণ হন তিনি। শুধু তাই নয়, শেষ ওভারে উইকেটও নেন অর্জুন। আইপিএলে এটি তাঁর প্রথম উইকেট।
ম্যাচ শেষের পর সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা এবং অর্জুন তেন্ডুলকরের প্রশংসা করতে শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে প্রশংসাবার্তা আসতে শুরু করে অর্জুনের প্রতি। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার টম মুডি অন্য কথা বলছেন। টম মুডি এর আগে আইপিএলের কোচিংও করিয়েছেন। তিনি মনে করেন, এই মুহূর্তে ডেথ ওভারের বোলার হয়ে ওঠার জন্য অর্জুনের কিছু বৈশিষ্ট্যগত অভাব রয়েছে। তিনি আরও মনে করেন, ২৩ বছর বয়সী এই তরুণ বোলারকে মাঝের ওভারে খুব ভালোভাবে ব্যবহার করা যেতে পারে।
মঙ্গলবার রাতে খেলা শেষ হয়ে যাওয়ার পর টম ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময় জানান, শেষ ওভারে অর্জুনকে বল দেওয়ায় বোলার এবং অধিনায়ক রোহিত দু’জনই চাপের মধ্যে ছিলেন। তিনি বলেন, ‘অর্জুন ঠিকঠাক লাইনে বল করেছে। যেদিকে ফিল্ডিং সাজিয়েছিল সেই দিকেই বল রাখার চেষ্টা করেছে ও। অর্জুন ফুল লেন্থে অর্থাৎ ইয়র্কারের কাছাকাছি কয়েকটা বল করেছে। তবে ওকে শেষ ওভারে বল দেওয়ায় অধিনায়ক এবং বোলার দু’জনেই যথেষ্ট চাপে ছিল। রোহিত খেলার শুরুতে ভাবেনি যে অর্জুনকে শেষ ওভারে বল করতে হবে।’
সানরাইজার্সের প্রাক্তন কোচ বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি অর্জুনকে মাঝের ওভারে বল করার জন্য দুর্দান্ত বোলার হিসেবে দেখছি। তবে ডেথ ওভারে বল করার জন্য ওকে আরও ভালো করতে হবে। অনেক বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছে অর্জুন। অনেক অভিজ্ঞতাও হয়েছে। ওকে আরও অনেক বেশি অভিজ্ঞতার সঞ্চার করতে হবে।’
অর্জুন তেন্ডুলকর গত দুই বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য থাকলেও আইপিএলে খেলার সুযোগ পাননি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বছর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক ঘটান সচিনপুত্র অর্জুন। সেই ম্যাচে দুই ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেট পাননি তিনি। তবে হায়দরাবাদের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারকে আউট করে আইপিএলে নিজের প্রথম উইকেট নেন অর্জুন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here