ডেটিং অ্যাপে নাম লিখিয়েছিলেন প্রাক্তন প্রেমিক,আপত্তি করেননি ম্রুণাল! জানেন কেন?
এইমুহূর্তে বলিপাড়ার নয়া প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নামের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে ম্রুণাল ঠাকুর-এর নাম। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানালেন ভালোবাসা ও সম্পর্ক নিয়ে তাঁর ব্যক্তিগত মতামত। একইসঙ্গে নিজের এক পুরনো সম্পর্কের ব্যাপারেও স্মৃতিচারণ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না এই বলি-সুন্দরী। স্পষ্ট কথায় জানালেন, তাঁর ভালোবাসার মানুষটির যদি বলে দেয় যে এই সম্পর্ক থেকে বেরিয়ে চলে যেতে চাইছে সে, হাসিমুখে সেকথা মেনে নেবেন ম্রুণাল। কিন্তু ঠকতে নারাজ তিনি। উদাহরণস্বরূপ, ম্রুণাল জানালেন তাঁর এক পুরনো সম্পর্কের কথা যেখানে তাঁর তৎকালীন প্রেমিক এক ডেটিং অ্যাপে তাঁর নাম লিখিয়ে রেখেছিল। এবং তা নিয়ে একফোঁটা সমস্যা ছিল না ‘জার্সি’ ছবির নায়িকার!
ম্রুণাল জানান সেই সময়ে তিনি একটি ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ’-এ ছিলেন। তাই তাঁর প্রেমিক যখন একটি ডেটিং অ্যাপ সাইটে নাম লিখিয়েছিল, তা নিয়েও কোনও সমস্যা ছিল না বলি-অভিনেত্রীর। ম্রুণালের কথায়, ‘ একটি সম্পর্কে আমি সবথেকে বেশি ভয় পাই বিশ্বাঘাতকতার। যদি হঠাৎ কোনওদিন আমার প্রেমিক এসে বলে সে আমাদের সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়, যদি সে আমাকে তা সরাসরি বলে মেনে নেব। কিন্তু লুকিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ালে, তা মেনে নিতে পারব না।’
বক্তব্যের শেষে তাঁর সংযোজন, ‘যদি দেখি আমার প্রেমিক এক আধবার অন্য কোনও সুন্দরীর সঙ্গে ডেট-এ যাচ্ছে, সেটাও কোনওরকমে মেনে নেওয়া যায়। কিন্তু তা যদি তাঁর স্বভাবে দাঁড়িয়ে যায়, তাহলে মুশকিল।’
প্রসঙ্গত, করোনার বাড়াবাড়ির কারণে পিছিয়ে গিয়েছে ‘জার্সি’ সিনেমার মুক্তি। ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু মুক্তির কয়েকদিন আগেই ছবি পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়। তারপর রটে যায় ছবিটি মুক্তি পাবে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। তবে, ছবির নির্মাতারা জানিয়ে দেয় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ২০২১ সালে ম্রুণালের ‘তুফান’ হিট হয়েছিল। ছবিতে তিনি অভিনয় করেছিলেন ফারহান আখতারের সাথে। তারপর মুক্তি পায় ‘ধামাকা’, যাতে তাঁকে এক সাংবাদিকের চরিত্রে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানের বিপরীতে।
For all the latest entertainment News Click Here