ডুরান্ডে একই গ্রুপে ইস্ট-মোহন, জানা গেল মরশুমের প্রথম ডার্বির দিনক্ষণও
মরশুমের প্রথম ডার্বি কবে হবে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে, অগস্টের ১২ তারিখ হবে মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ডের খসড়া সূচি পাঠানো হয়েছে প্রতিটি ক্লাবকে। সেই সূচি অনুযায়ী ১২ অগস্ট বিকেল ৪.৪৫ মিনিটে যুবভারতীতে মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান।
এ বারের ডুরান্ড কাপ শুরু হবে ৩ অগস্ট। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। গত বারের মতো এবারও ডুরান্ডে একই গ্রুপে থাকছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ সার্ভিসেস এবং রাউন্ডগ্লাস পাঞ্জাব। ডুরান্ড কাপের সূচির খসড়া ক্লাবগুলোর কাছে পৌঁছে গিয়েছে। নির্ধারিত দিনে ডার্বি খেলতে রাজি দুই প্রধানও। সুতরাং ধরেই নেওয়া যায়, ১২ আগস্ট মরশুমের প্রথম ডার্বি হচ্ছে।
৬ আগস্ট ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। সেই ম্য়াচটি হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচই ডার্বি। লাল-হলুদের তৃতীয় ম্যাচটি ১৯ অগস্ট রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে। তবে এই ম্যাচ নিয়ে আপত্তি তুলেছে ইস্টবেঙ্গল। কারণ গ্রুপের ম্য়াচটি মোহনবাগান মাঠে পড়েছে। আর মোহনবাগান ক্লাবে গিয়ে খেলতে একেবারেই রাজি হচ্ছেন না লাল হলুদ কর্তারা। তাঁরা স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন। সে ক্ষেত্রে ভেন্যু বদলালে, ম্য়াচটি যুবভারতীতে নিয়ে যাওয়া হতে পারে।
অন্যদিকে গ্রুপের তিনটে ম্যাচই যুবভারতীতে খেলবে মোহনবাগান। ডুরান্ডের প্রথম দিনই বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে অভিযান শুরু করার কথা সবুজ মেরুনের। ৭ অগস্ট দ্বিতীয় ম্যাচ রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে খেলবে তারা। আর তাদের শেষ ম্যাচ ডার্বি।
মহমেডান স্পোর্টিং তাদের তিনটে ম্যাচই আবার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে। ৪ অগস্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ। ১৩ অগস্ট দ্বিতীয় ম্যাচ মুম্বই সিটির বিরুদ্ধে। ২২ অগস্ট গ্রুপের শেষ ম্যাচ মহমেডানের প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি।
ডুরান্ড কাপের মাঝেই অবশ্য মোহনবাগানকে এএফসি কাপের ম্যাচও খেলতে হবে। ১৫ই আগস্ট এএফসি কাপের ম্যাচ পড়েছিল সবুজ মেরুনের। তবে সে দিন ভারতের স্বাধীনতা দিবস থাকায়, ম্যাচ খেলতে রাজি হয়নি বাগান। তারা ম্যাচের দিন পরিবর্তনের আবেদন জানিয়েছিল এএফসি-র কাছে। ম্যাচটি পাল্টে ১৬ অগস্ট করা হতে পারে বলে খবর। সেই ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ হবে পারো এফসি বনাম মাচিন্দা এফসি ম্যাচের বিজয়ী দল। ১৫ জুলাই থেকে মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলন শুরু হতে পারে।
For all the latest Sports News Click Here