ডু’প্লেসি খেলছেন, তবু RCB-র নেতৃত্বে ফিরলেন কোহলি, কেন হঠাৎ ক্যাপ্টেন বদল?
২০১৭ সালের শুরুতেই সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। তবে পরে ২০১৮ সালের এশিয়া কাপে হঠাৎই ধোনিকে জাতীয় দলের নেতৃত্বে ফিরতে দেখা যায়। দুবাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ধোনিকে টস করতে দেখে চমকে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
ঠিক একইভাবে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটমহলকে চমকে দিয়ে আরসিবির নেতৃত্বে ফেরেন বিরাট কোহলি। মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুণাক্ষরেও কেউ টের পাননি এমন কিছু ঘটতে পারে বলে। তবে টসের সময় স্যাম কারানের সঙ্গে কোহলিকে মাঠে ঢুকতে দেখে নড়েচড়ে বসেন আরসিবি সমর্থকরা।
২০১৮ সালের এশিয়া কাপের সেই ম্যাচে রোহিতকে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দেওয়ায় ধোনি নেতৃত্ব দিতে নামেন টিম ইন্ডিয়াকে। বুধবার মোহালিতে আরসিবির নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি মাঠে নামা সত্ত্বেও কোহলি ক্যাপ্টেন্সি করতে নামেন। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে যে, তবে কি পাকাপাকিভাবে ব্যাঙ্গালোরের নেতৃত্বে ফিরলেন বিরাট?
আরও পড়ুন:- RR vs LSG: ক্যাপ্টেন হওয়ার জ্বালা টের পেলেন লোকেশ রাহুল, দলের ‘ব্যর্থতায়’ শাস্তি পেতে হল লখনউ দলনায়ককে
অনুরাগীদের জল্পনার বেলুনে পিন ফোটান কোহলি নিজে। টসের পরে তিনি জানিয়ে দেন যে, ফ্যাফ ফিল্ডিং করতে পারবেন না। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে দল। সেকারণেই তিনি নেতৃত্ব দিতে নামেন।
গত ম্যাচে ব্যাট করার সময়েই বোঝা গিয়েছিল যে, ডু’প্লেসির পাঁজরের নীচে হালকা চোট রয়েছে। তাঁকে টাইম-আউটের সময় বুকের নীচে মোটা ব্যান্ডেজ লাগাতেও দেখা যায়। সেই চোটের জন্যই ফ্যাফ ফিল্ডিং করতে পারবেন না। যদিও আরসিবি টস জিতে শুরুতে ব্যাট করতে নামায় প্রথম একাদশে নাম দেখা যায় ডু’প্লেসির। তিনি কোহলির সঙ্গে ওপেন করতেও নামেন। বিরাট টসের সময়েই জানিয়ে দেন যে, পরে ডু’প্লেসির বদলে মাঠে নামবেন বিজয়কুমার বৈশাক।
আরও পড়ুন:- RR vs LSG: আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদার তালিকায় প্রথম পাঁচে ঢুকলেন অশ্বিন, টপকালেন চাওলাকে
কোহলি ২০২১ সালের আইপিএল শেষ হওয়ার পরেই আরসিবির নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। ফলে গত মরশুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন ডু’প্লেসি। তবে এবার আপৎকালীন পরিস্থিতিতে বিরাট ৫৫৫ দিন পরে আরসিবির নেতৃত্বে ফেরেন।
ক’দিন আগে রোহিত শর্মার পেট খারাপ হওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে নামেন সূর্যকুমার যাদব। যদিও রোহিত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন। মোহালিতে ঠিক সেই রকম পরিস্থিতিতেই ডু’প্লেসির বদলে টস করতে নামেন বিরাট কোহলি। ইমপ্যাক্ট প্লেয়ারের নতুন নিয়মের জন্যই যে আধা ফিট ক্রিকেটাররা মাঠে নামার সুযোগ পাচ্ছেন, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here