ডিভোর্সে আইনি সিলমোহর! ঘর ভাঙল সুস্মিতার ভাইয়ের, এক টাকাও খোরপোষ নিলেন না চারু
দীর্ঘ টালবাহানার পর অবশেষে আইনি বিচ্ছেদ হয়ে গেল সুস্মিতার ভাইয়ের। এর আগে ২০২২ সালে ডিভোর্সের আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরীর ভাইবউ তথা অভিনেত্রী চারু আসোপা। তবে দাম্পত্য টেকানোর চেষ্টা সফল হয়নি। চারু-রাজীবের ছাদ আলাদা হয়েছে আগেই, এবার পাকাপাকি দু’জনের পথ আলাদা হল। যদিও গত কয়েক বছরে কখনও বিচ্ছেদের কথা বলছেন দু’জনে, আবার কখনও চারু-রাজীবের মাখোমাখো প্রেম দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। কিন্তু বৃহস্পতিবার পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের কথা ঘোষণা করল জুটি।
২০১৯ সালের জুন মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজীব-চারু। প্রায় চার বছরের দাম্পত্যে দাঁড়ি টানলেন দুজনে। তাঁদের একমাত্র মেয়ে জিনিয়ার দায়িত্ব দুজনেই সামলাবেন বলে জানিয়েছেন প্রাক্তন জুটি।
ডিভোর্স নিয়ে বার্তা রাজীবের
টাইমস অফ ইন্ডিয়াকে বিচ্ছেদের কথা নিশ্চিত করেন রাজীব। তিনি জানান, ‘হ্যাঁ, আমাদের ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে’। এরপর ইনস্টাগ্রামে বিচ্ছেদ নিয়ে একটি বিবৃতি দেন সুস্মিতার ভাই। তিনি লেখেন, ‘এটা চিরকালের মতো বিদায় জানানো নয়। শুধু দু’জন মানুষ একে অপরকে ধরে রাখতে পারল না। ভালবাসা থাকবে।’ এরপর মেয়ে জিনিয়া সম্পর্কে তিনি লেখেন, ‘আমরা চিরকাল আমাদের মেয়ের কাছে মা-বাবা হিসাবেই উপস্থিত থাকব।’
কভি হাঁ, কভি না
রাজীব-চারুর সম্পর্কের কাটাছেঁড়া কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। বিয়ের কয়েক মাস পর থেকেই সমস্যা শুরু হয় দুজনের। করোনার লকডাউনের সময় বেশ কিছুমাস মেয়েকে নিয়ে আলাদাও ছিলেন চারু। এরপর গত বছর ডিভোর্স নেওয়ার ঘোষণা করেন দুজনে। মাসখানেক পর আবার জানিয়ে দেন সব মিটিয়ে নেওয়ার কথা। তবে মাস ঘুরতে না ঘুরতেই ফের ঝগড়া-অশান্তি। যার রেশ গড়ায় সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায়। একে অপরের নামে কাদা ছোড়াছুড়িও করেন।
রাজীবের নামে চারুর অভিযোগ
রাজীবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ পর্যন্ত এনেছিলেন চারু, আর্থিকভাবে কোনওরকম সহায়তা না করা, মেয়ের দায়িত্ব পালন না করার মতো অভিযোগ এনেছিলেন চারু। অভিনেত্রী অভিযোগ করেছিলেন, পদে পদে রাজীব সন্দেহ করে চারুকে। শুধু তাই নয়, চারু যখন ‘আকবর কা বাল বীরবল’ সিরিয়ালের জন্য শ্য়ুটিং করছিলেন তখন চারুর সহ-অভিনেতাদের হুমকি মেসেজ পাঠাতেন রাজীব। কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তাঁকে।
খোরপোষ নেবেন না চারু
বিচ্ছেদের পর রাজীব স্পষ্ট করেছেন প্রাক্তন স্ত্রী তাঁর কাছ থেকে কোনওরকম খোরপোষ দাবি জানাননি। তবে মেয়ের জন্য ভরণপোষণের জন্য সাধ্যমতো আর্থিক সহায়তা করতে চান রাজীব। সুস্মিতার ভাই রাজীব দিন কয়েক আগেই নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন। ‘দেব কে দেব…মহাদেব’, ‘বালবীর’, ‘মেরে আঙ্গনেমে’, ‘জিজি মা’-সহ একাধিক টিভি সিরিয়ালে কাজ করেছেন চারু।
For all the latest entertainment News Click Here