ডিপিএল ২২: সামনেই শ্রীলঙ্কা সিরিজ, নিজেকে প্রস্তুত করতে মাঠে নামবেন শাকিব
শুভব্রত মুখার্জি: পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানকে। তারপর থেকে তিনি আর কোনও ধরনের ক্রিকেট খেলেননি। সামনেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে টাইগাররা। আর সেই সিরিজের প্রস্তুতি সারতে এবার ২২ গজে ফেরার সিদ্ধান্ত নিলেন শাকিব আল হাসান। চলতি ঢাকা প্রিমিয়র লিগে খেলার কথা জানালেন তিনি।
ঢাকা প্রিমিয়র লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে খেলবেন শাকিব আল হাসান। এখন পর্যন্ত যা খবর তাতে করে তাকে খেলতে দেখা যেতে পারে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। এই বিষয়টি নিশ্চিত করেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমন বাদল। শাকিবের খেলা প্রসঙ্গে বাদল জানিয়েছেন ‘আমাদের পরবর্তী ম্যাচেই তাকে পাওয়া যাবে। লিগে আমাদের অবস্থানের জন্য নয়, আমার সঙ্গে সম্পর্কের খাতিরে সে খেলতে চেয়েছে।এই মঞ্চকে তিনি প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন। যেহেতু তাঁর সামনে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই শাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন। পারিবারিক কারণে টেস্ট সিরিজের আগেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে হয়েছিল তাঁকে। বর্তমানে শাকিব যুক্তরাষ্ট্রে রয়েছেন। ঢাকা প্রিমিয়র লিগের (ডিপিএল) চলতি আসরে বেশ শক্তিশালী দল গঠন ছিল মহামেডানের। মুশফিকুর রহিম, শাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে রিটেইন করার পাশাপাশি মাহমুদুল্লাহ, সৌম্য এবং মিরাজকে দলে নিয়েছিল তারা। তবে সুপার লিগে পর্বেই উঠতে পারেনি মহামেডান। লিগ শেষ করেছে তারা পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে। লিগের ‘বাইলজ’ অনুযায়ী যদি নির্দিষ্ট ক্রিকেটার কোন দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই ক্রিকেটার অপর দলে খেলতে পারে।
সেই নিয়মেই মুশফিক, মিরাজ শেখ জামালে খেলছেন। একই নিয়মেই মহামেডানের শাকিব খেলবেন যাচ্ছেন লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাটিতে টাইগারদের সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ার কথা রয়েছে ৮ মে থেকে।
For all the latest Sports News Click Here