ডিনকে অন্য কোনও ভাবে আউট করা সম্ভব ছিল না, ভারতকে কটাক্ষ ইংরেজ অধিনায়কের
একদিকে লর্ডসের ২২ গজ,অন্যদিকে ঝুলন গোস্বামীর অবসর ম্যাচ। ভারত বনাম ইংল্যান্ডের মহিলা দলের তৃতীয় ওয়ানডে ম্যাচে এর থেকে ভাল মঞ্চ আর হতে পারত না। আর সেই মঞ্চেই টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিল ভারতীয় দল। এই প্রথম ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ঝুলন গোস্বামীকে আদর্শ ফেয়ারওয়েল দিলেন হরমনপ্রীতরা। ম্যাচ হেরে একেবারেই অখুশি ইংল্যান্ড অধিনায়ক এমি জোন্স। শেষে যেভাবে মানকাডিং করে দীপ্তি ম্যাচ শেষ করেন, সেই নিয়েও ক্ষোভ উগরে দেন ইংল্যান্ডের অধিনায়ক।
জোন্স জানান ‘ ফলাফল নিয়ে একেবারেই খুশি নই। আমি মনে করি আমরা ভাল বোলিং করেছি। তবে মিডল ওভারে আমাদের বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল। শেষের উইকেটের পতননিয়ে মতামতের পার্থক্য থাকবেই। আমি এর (এইভাবে আউটের) ফ্যান একেবারেই না। তবে এটা নির্ভর করছে ভারত বিষয়টাকে কিভাবে দেখছে। এটা নিয়মের মধ্যেই রয়েছে। আশা করছি এই ঘটনা এই সিরিজের উপর কোন প্রভাব ফেলবে না। আমার জন্য এটা বিরাট শিক্ষণীয় বিষয় ছিল। অধিনায়কত্ব করার অভিজ্ঞতা একেবারেই ছিল না। দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্বের কঠোর দিকটা দেখেছি। আমার কাছে দারুণ একটা সুযোগ ছিল। মেয়েরা সবাই খুব সাহায্য করেছে।’
তিনি আরো যোগ করেন ‘ আমাদের এই দলটার গড় বয়স খুব কম। অভিজ্ঞতা ও খুব একটা নেই। প্রতিভাবান ক্রিকেটারদের জন্য এই অভিজ্ঞতাটা বেশ ভাল ছিল। আমাদের সামনে ভবিষ্যত খুব উজ্জ্বল। (ডিন) চাপটা নিয়ে খেলেছে। আমি নিশ্চিত নই যে ওকে আর কোনভাবে আউট করা সম্ভব হত কিনা। ধন্যবাদ জানাব লিসেকে(কোচ কেইটলির ছেড়ে যাওয়া প্রসঙ্গে)। ও একজন অসাধারণ কোচ আমরা মনে রাখব দলে ওর অবদান। ওর শেখানো সবকিছুকে সঙ্গী করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওকে আমরা মিস করব।’
প্রসঙ্গত এদিন ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায়। ওপেনার স্মৃতি মন্ধানা ৫০ রান করেন। লোয়ার মিডল অর্ডারে দীপ্তি শর্মা ৬৮ রান করে দলের স্কোরকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। ২২ রান করেন পূজা ভস্ট্রকার। ঝুলন গোস্বামী তার শেষ ম্যাচে ব্যাট হাতে শূন্য রানেই আউট হন। কেট ক্রস ২৬ রান দিয়ে চার উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। চার্লি ডিন সর্বোচ্চ ৪৭ রান করেন। অ্যামি জোন্স ২৮ এবং ল্যাম্ব ২১ রান করেন। ভারতের হয়ে ঝুলন গোস্বামী ৩০ রান দিয়ে দুটি এবং রেণুকা সিং ২৯ রান দিয়ে চারটি উইকেট নেন।
For all the latest Sports News Click Here