ডিটেক্টিভ সিরিজে দেবপ্রিয়, বিবৃতিরা, মুক্তি পেল ‘অবনী সেনের ৭ নং কেস’-এর পোস্টার
প্রকাশ্যে এল ‘অবনী সেনের ৭ নং কেস’ ওয়েব সিরিজের পোস্টার। একঝাঁক তারকা নিয়ে আসছে এবার নতুন ডিটেক্টিভ গল্প। সিরিজে অবনী সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়, কৌশিক গোস্বামী এবং যুধাজিৎ সরকারের মতো অভিনেতাদের। রয়েছেন বরিষ্ঠ অভিনেতা সুব্রত গুহ রায় এবং তরুণ মুখ সৌম্য মজুমদার ও নবাগতা দিশা ভট্টাচার্য।
ছবির পরিচালনায় নীল নওয়াজ। যদিও পোষ্টার থেকে গল্পের ব্যাপারে বিশেষ কিছু আন্দাজ করা যাচ্ছেনা। এই বিষয়ে পরিচালক নীল নওয়াজ জানিয়েছেন, ‘আসলে আমি যে রকম পোস্টার রোজ দেখছি, চাইনি সেই জিনিসটা আরেকবার দেখতে। ভালো বা খারাপ বিষয়গুলো আপেক্ষিক, সেটার কোনো বাধা ধরা নিয়ম নেই, আমি শুধু চেয়েছিলাম পোস্টারটা একটু আলাদা হোক’। পোস্টারটিতে একাধিক ক্লু লুকিয়ে রয়েছে, সেটা নিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি নির্মাতারা বা ছবির টিমের কেউই।
আরও পড়ুন: ‘ঝুমে জো মাখন’, ‘পাঠান’-এর সাফল্যে টিমকে বিশেষ শুভেচ্ছা আমূল ডেয়ারি সংস্থার
ইতিমধ্যে কলকাতা শহরে শেষ হয়েছে ওয়েব সিরিজের শ্যুটিং। পূর্বসূরিদের উত্তরাধিকার বজায় রাখতে গিয়ে হোচট খাওয়াটা কোনও নতুন কথা নয়। অন্তত আমাদের মধ্যবিত্ত সমাজে। নব্বইয়ের দশকের তাবড় গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেন। ছিচকে চোর থেকে দুঁদে হত্যাকারী, কেউই ছাড় পায়নি দক্ষিণারঞ্জনের তদন্তের হাত থাকে। কিন্তু এই গল্পে দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। অবনী সেন।
দক্ষিণারঞ্জনের সুপুত্র কখনই তাঁর যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তাঁর ঠাকুমার কাছে দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হবার ভূত জাঁকিয়ে বসে। বাবার নাম ভাঙিয়ে ৬-টা কেস ও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনও কেসই সমাধান করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। এরপর সবাই তাকে ডিটেক্টিভ নয়, ডিফেক্টিভ নামে বেশি ডাকে। সিরিজের প্রথম সিজন শুরু এখান থেকেই।
অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে ‘অবনী সেনের ৭ নং কেস’-এ। সিরিজের পরিচালক-লেখক নীল নওয়াজের সঙ্গে ক্রিয়েটর টিমের দায়িত্বে আছেন অ্যাসোসিয়েট ডিরেক্টর আহেরি মুখোপাধ্য়ায়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সাগ্নিক। শ্যাল্পিকা এন্টারটেনমেন্ট-এর ব্যানারে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।
For all the latest entertainment News Click Here