ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে পরিণীতি, অক্টোবরের শেষেই নাকি বিয়ে?
আপ নেতা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও রাঘব বা পরিণীতি কেউই তাঁদের বিয়ে নিয়ে মুখ খোলেননি। যদিও ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে রাঘব-পরিণীতি ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। এবছরের শেষের দিকেই নাকি তাঁদের বিয়ে। অক্টোবরের শেষের দিকে পরিণীতি ও রাঘবের বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। সেসময় নাকি উপস্থিত থাকবেন পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়াও।
জানা যাচ্ছে, পরিণীতি ও রাঘব ইতিমধ্যেই একে অপরের হাতে আংটি পরিয়ে দিয়েছেন। পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁদের রোকা সেরিমনি হয়েছে। এদিকে পরিণীতি ও রাঘবকে একাধিকবার একে অপরের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে। গতমাসেই প্রথমবার রাঘব ও পরিণীতি চোপড়াকে প্রথমবার মুম্বইতে ডিনার ও লাঞ্চ ডেটে যেতে দেখা যায়। এরপর দিল্লিতে রাঘবের বাসস্থানেও গিয়েছিলেন পরিণীতি। দিল্লি বিমানবন্দর থেকে পরিণীতিকে গাড়িতে নিয়ে যান রাঘব নিজেই।
এদিকে বুধবারই পরিণীতিকে ফ্যাশান ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে। পরিণীতির পরনে ছিল সাদা স্ট্রাইপ প্যান্ট ও কালো ক্রপ টপ সঙ্গে সাদা স্ট্রাইপ ব্লেজার। পাপারাৎজির ক্যামেরায় সেই ছবি ধরা পড়লে সকলেই ধরে নিয়েছিলেন যে তিনি বিয়ের পোশাকের অর্ডার দিতেই ডিজাইনার বন্ধু মণীশের বাড়িতে গিয়েছিলেন। যদিও এই দিনও বিয়ে নিয়ে পরিণীতি ছিলেন এক্কেবারেই চুপ। বিয়ে কবে? এ প্রশ্নে কিছুটা বিরক্ত পরিণীতি বলেছিলেন আমার বিয়ে নিয়ে চর্চাটা যে জায়গায় পৌঁছেছে তা আমার পক্ষে অসম্মান জনক। তাঁর কথায়, ‘ব্যক্তিগত প্রশ্ন করা আর অসম্মান করার মধ্যে ফারাক থাকে। সেটা সবার বোঝা উচিত।’
আরও পড়ুন-‘সিটাডেল’-এ রিচার্ড ম্যাডেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিং, মুখ খুললেন প্রিয়াঙ্কা
আরও পড়ুন-‘ভাই’-এর কাছেই প্রতারিত! রণিত রায়ের পোস্টে উদ্বিগ্ন স্মৃতি ইরানি, কী ঘটেছে?
প্রসঙ্গত, পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার বন্ধুত্ব নাকি বহু পুরনো। লন্ডনে অর্থনীতি নিয়ে পড়ার সময়ই তাঁদের আলাপ হয়। তবে তখন ছিল শুধু বন্ধুত্ব। পরবর্তী সময়ে সেই সম্পর্কে প্রেমে পরিণত হয়।
For all the latest entertainment News Click Here