ডাহা ফেল অনুষ্টুপরা, রিয়ান-সুদীপের ব্যাটে কোনও রকমে ১০০ টপকেই অল-আউট পূর্বাঞ্চল
মধ্যাঞ্চলকে প্রথম ইনিংসে সস্তায় বেঁধেও দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে বেকায়দায় অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল। আবেশ খান ও সৌরভ কুমারের জোড়া ফলায় বিদ্ধ হয়ে নিতান্ত কম রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চলের প্রথম ইনিংস।
আলুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামা মধ্যাঞ্চলের প্রথম ইনিংস প্রথম দিনেই গুটিয়ে দেয় পূর্বাঞ্চল। মণিশঙ্কর মুরাসিংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শিবম মাভির দল গুটিয়ে যায় মাত্র ১৮২ রানে।
পালটা ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল প্রথম দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩২ রান তুলে। ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন শূন্য রানে ও অপর ওপেনার শান্তনু ৬ রান করে আউট হয়েছিলেন। ১৯ রানে নট-আউট ছিলেন সুদীপ ঘরামি। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। তারা সাকুল্যে ৪২.২ ওভার ব্যাট করে।
সুদীপ ব্যক্তিগত ২৭ রানের মাথায় সাজঘরে ফেরেন। ৫১ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। শাহবাজ নদিম করেন ৪৭ বলে ১৭ রান। তিনি ২টি চার মারেন। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে ব্যর্থ হন। তিনি ১৬ বলে ৪ রান করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- ‘ছেলেবেলায় ডানহাতি ছিলাম, সৌরভকে দেখেই বাঁ-হাতে ব্যাট করা শুরু করি’, নিজের আইডলকে নিয়ে অকপট বেঙ্কটেশ আইয়ার
৯ বল খেলেও খাতা খুলতে পারেননি উইকেটকিপার কুমার কুশাগ্র। শাহবাজ আহমেদ ১৫ বলে ৩ রান করে আবেশের বলে বোল্ড হন। মুরাসিংকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চলকে ১০০ রানের গণ্ডি পার করান রিয়ান পরাগ। শেষমেশ রিয়ান ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি বাংলার দুই পেসার আকাশ দীপ ও ইশান পোড়েল।
২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মণিশঙ্কর মুরাসিং। বল হাতে ৫ উইকেট নেওয়ার পরে ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলে মুরাসিংই পূর্বাঞ্চলকে আরও বড়সড় লজ্জার হাত থেকে উদ্ধার করেন। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে পূর্বাঞ্চল পিছিয়ে পড়ে ৬০ রানে।
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: ১৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩০ বছরের তারকাকে এমার্জিং এশিয়া কাপের দলে রাখল বাংলাদেশ
মধ্যাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন আবেশ খান ও সৌরভ কুমার। ২টি উইকেট দখল করেন ক্যাপ্টেন শিবম মাভি। ১টি উইকেট পকেটে পোরেন যশ ঠাকুর। অর্থাৎ, তাদের ৪ জন বোলারই পালা করে উইকেট তোলেন প্রথম ইনিংসে।
For all the latest Sports News Click Here