ডার্বি শুরুর আগেই লড়াই শুরু, ইস্টবেঙ্গলকে টিকিট ফিরিয়ে দিল মোহনবাগান
শনিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তা আগে মাঠের বাইরে লড়াই শুরু হয়ে গেল দুই প্রধানের মধ্যে। ডার্বি মানেই আলাদা উত্তাপ এবং বাড়তি উন্মাদনা। মাঠের ভিতর যেমন লড়াই চলে দুই দলের মধ্যে। সমর্থকদের মধ্যেও তেমনই লড়াই দেখা যায়।
হাতে মাত্র আর কয়েক দিন। ২৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলার দুই প্রধান ফুটবল দল। তার আগেই ডার্বি ম্যাচের টিকিট বন্টন নিয়ে অশান্তি শুরু। এবারের ডার্বি আয়োজনের দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। ফলে লাল হলুদের হোম ম্যাচ হওয়ায় টিকিট বন্টনের দায়িত্বও তাদের। আর সেখানেই রেগে গিয়েছে বাগান কর্তারা। ইস্টবেঙ্গলের তরফ থেকে যে সংখ্যক টিকিট পাঠানো হয়েছে মোহনবাগান ক্লাবে তা খুবই কম। আর তাতেই চটে গিয়েছেন বাগান কর্তারা। ইস্টবেঙ্গল থেকে যে সংখ্যক টিকিট পাঠানো হয়েছিল, তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু মোহনবাগান একা নয়, আইএফএকেও যে সংখ্যক টিকিট পাঠানো হয়েছে তা পর্যাপ্ত নয়। বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে আইএফএ। তবে এই সব অভিযোগ ইমামি কর্তাদের উপর ঠেলে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কতৃপক্ষ। ইস্টবেঙ্গল কর্তাদের অভিযোগ, লগ্নিকারী সংস্থার তরফে নাকি সামান্য কিছু টিকিট পাঠানো হয়েছে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপিদের জন্য আগে ১২০ টি টিকিট দেওয়া হত। এবার নাকি তার অর্ধেকও দেওয়া হয়নি বলে জানিয়েছে লাল হলুদ। এবার সেই একই অভিযোগ তুলে টিকিট ফেরত দিল সবুজ মেরুন। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মোহনবাগান জানিয়েছে যে পরিমাণ ভিআইপি টিকিট তাদের দেওয়া হয়েছে তাতে ক্লাব কর্তাদের ঠিক ভাবে টিকিট বণ্টন করা যাচ্ছে না। কর্তারা একটি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে টিকিট ফেরত দেওয়ার। তবে সমর্থকদের জন্য যে টিকিট পাঠানো হয়েছিল তা সঠিকভাবেই বন্টন করেছে মোহনবাগান কর্তৃপক্ষ।
দুই প্রধানের অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে টিকিট ফেরত দিয়েছে বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ। তারাও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাদের কাছে ৫০০ সাধারণ টিকিট পাঠানো হয়েছে কিন্তু তাদের অধীনে ৩০০টির বেশি ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা রয়েছে। এত কম টিকিট তাদের পক্ষে বন্টন করা সম্ভব নয়। তাই সব টিকিট ফেরত পাঠিয়েছে তারা। ফলে দুই দলের মধ্যে ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে ডার্বির টিকিট বন্টন নিয়ে লড়াই শুরু হয়েছে।
For all the latest Sports News Click Here