ডার্বির আগে ২ প্রধানই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে,ISL তালিকায় কত নম্বরে আছে EB,ATK MB
বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। ডার্বির আগে যা বড় অক্সিজেন। প্রথম ২টি ম্যাচে হারলেও তিন নম্বর ম্যাচে লাল-হলুদ ব্রিগেড জয়ে ফিরেছে। ৩-১ নর্থইস্টকে হারিয়ে এ বার আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল স্টিফেন কনস্ট্যাইন্টাইনের টিম। সেই সঙ্গে তারা আইএসএলে প্রথম বার নর্থইস্টকে হারানোর নজির গড়ল। এ দিনের আগে ইস্টবেঙ্গল কখনও নর্থইস্টকে হারায়নি। সব মিলিয়ে ডার্বির আগে জয়ে ফিরে স্বস্তি পেল ইস্টবেঙ্গল। বাড়ল আত্মবিশ্বাসও।
আরও পড়ুন: দুরন্ত কামব্যাক,নর্থইস্টকে উড়িয়ে এ বার ISL-এ প্রথম জয় লাল-হলুদের
এ দিকে এটিকে মোহনবাগানও ১৬ অক্টোবর (রবিবার) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে বড় জয় পেয়েছে। তারা প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচে কেরালায় গিয়ে তাদের বিরুদ্ধেই ঝড় বইয়ে দিয়েছে। ৫-২ জয় ছিনিয়ে নিয়েছে জুয়ান ফেরান্দোর টিম। ডার্বির আগে যা তাদের আত্মবিশ্বাস একেবারে আকাশছোঁয়া করে দিয়েছে।
২৯ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বি রয়েছে। যবে থেকে দুই প্রধান আইএসএলে খেলছে, তবে থেকে করোনার জন্য এই টুর্নামেন্টের ডার্বি কলকাতায় হয়নি। এ বার প্রথম আইএসএলের ডার্বি হতে চলেছে কলকাতায়। স্বাভাবিক ভাবে উন্মাদনা তুঙ্গে থাকবে।
আরও পড়ুন: ডার্বি নিয়ে আলাদা করে ভাবতেই হবে- ATK MB কোচের ভাবনায় এখন শুধুই EB
এই বছর দুই প্রধান ইতিমধ্যে একবার মুখোমুখি হয়েছে। ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ লাল-হলুদ ০-১ হেরে যায়।
ডার্বির আগে দুই প্রধান আইএসএল তালিকায় কত নম্বরে রয়েছে, দেখে নিন এক নজরে:
আইএসএল ২০২২-২৩-এর আপডেটেড পয়েন্ট টেবল-
১. হায়দরাবাদ এফসি: ম্যাচ-২, জয়-১, ড্র-১, হার-০, পয়েন্ট-৪, গোল পার্থক্য: +৩
২. মুম্বই সিটি এফসি: ম্যাচ-২, জয়-১, ড্র-১, হার-০, পয়েন্ট-৪, গোল পার্থক্য: +২
৩. চেন্নাইয়িন এফসি: ম্যাচ-২, জয়-১, ড্র-১, হার-০, পয়েন্ট-৪, গোল পার্থক্য: +১
৪. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-২, জয়-১, ড্র-১, হার-০, পয়েন্ট-৪, গোল পার্থক্য: +১
৫. এটিকে-মোহনবাগান: ম্যাচ-২, জয়-১, ড্র-০, হার-১, পয়েন্ট-৩, গোল পার্থক্য: +২
৬. এফসি গোয়া: ম্যাচ-১, জয়-১, ড্র-০, হার-০, পয়েন্ট-৩, গোল পার্থক্য: +১
৭. ইস্টবেঙ্গল এফসি: ম্যাচ-৩, জয়-১, ড্র-০, হার-২, পয়েন্ট-৩, গোল পার্থক্য: -১
৮. কেরালা ব্লাস্টার্স এফসি: ম্যাচ-২, জয়-১, ড্র-০, হার-১, পয়েন্ট-৩, গোল পার্থক্য: -১
৯. ওড়িশা এফসি: ম্যাচ-২, জয়-১, ড্র-০, হার-১, পয়েন্ট-৩, গোল পার্থক্য: -১
১০. জামশেদপুর এফসি: ম্যাচ-১, জয়-০, ড্র-০, হার-১, পয়েন্ট-০, গোল পার্থক্য: -১
১১. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ম্যাচ-৩, জয়-০, ড্র-০, হার-৩, পয়েন্ট-০, গোল পার্থক্য: -৬
For all the latest Sports News Click Here