ডার্বিও জিততে চাই- মুম্বইকে হারানোর পর আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছে EB কোচের গলায়
রবিবার চলতি আইএসএলের লিগশিল্ড জয়ী মুম্বই সিটি এফসি-কে হারানোর পর যে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছেন তাঁর দলের ছেলেরা, এই নিয়ে কোনও সন্দেহ নেই ইস্টবেঙ্গল এফসি-র কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের। তিনি মনে করেন, আগামী শনিবার কলকাতা ডার্বিতে একটা ভালো লড়াই দেখার সুযোগ পেতে চলেছেন দুই দলের সমর্থকেরা। তবে নিজেদের এটিকে মোহনবাগানের চেয়ে এগিয়ে রাখার পক্ষপাতী নন তিনি।
রবিবার টানা ১৮টি ম্যাচে অপরাজিত মুম্বই সিটি এফসি-কে ১-০-য় হারানোর পরের মুহূর্ত থেকেই লাল-হলুদ শিবিরে ঢুকে পড়েছে ডার্বি নিয়ে ভাবনা-চিন্তা। ব্রিটিশ কোচ কনস্ট্যান্টাইন বলেন, ‘ডার্বি সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা খুব ভালো করেই জানি। আমরা ম্যাচটা জিততেই চাই। আমরা আজ জিতেছি। ওরাও গতকাল ভালো জয় পেয়েছে। তাই ডার্বিতে জোর লড়াই হবে। তবে এটিকে মোহনবাগান যেহেতু সেরা ছয়ে রয়েছে, তাই ওরাই আমাদের চেয়ে এগিয়ে। পরের মরশুমে হয়তো আমরা এগিয়ে থাকব।’
আরও পড়ুন: প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর জ্বলে উঠল, ডার্বির আগে মুম্বইকে হারিয়ে চমক EBFC-র
রবিবার মুম্বই ফুটবল এরিনায় জ্বলে ওঠে লাল-হলুদ বাহিনীর মশাল। এই প্রথম সাগরপাড়ের দলের বিরুদ্ধে জয় এবং গোল পায় তারা। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে জেতা তো দূরের কথা, গোলও করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় নওরেম মহেশের একমাত্র গোলে চলতি লিগের ছ’নম্বর জয়টি পায় ইস্টবেঙ্গল এফসি।
আরও পড়ুন: EB-র বিরুদ্ধেও ৩ পয়েন্ট চাই- প্লে-অফে জায়গা পাকা করেই ডার্বির ভাবনায় ডুবল ATKMB
কনস্ট্যান্টাইন মনে করেন, কলকাতা ডার্বির সপ্তাহ খানেক আগেই এমন এক অঘটন ঘটিয়ে প্রচুর আত্মবিশ্বাস অর্জন করে নিল তাঁর দল। তিনি সাংবাদিকদের বলেন, ‘রবিবারের এই জয়ের পর যে আত্মবিশ্বাস পেলাম আমরা, তা পরের ম্যাচে আমাদের সঙ্গে থাকবে। কেরালা, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আত্মবিশ্বাসও সঙ্গে থাকবে। এই ম্যাচগুলোতেই আমরা বুঝিয়ে দিয়েছি, নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে পারি। হয়তো অনেকেরই মনে আছে, ডুরান্ড কাপেও আমরা পূর্ণশক্তির মুম্বইকে হারিয়েছিলাম। আমরা সেরা দল না হতে পারি। কিন্তু আমাদের চেষ্টায় কোনও ত্রুটি হয়নি কখনও।’
এর সঙ্গে লাল-হলুদের ব্রিটিশ কোচ যোগ করেন, ‘দলের ছেলেদের পারফরম্যান্সে আমি অভিভূত। শুরু থেকে শেষ পর্যন্ত ওরা ভালো খেলেছে। আজ আমরাই ওদের চেয়ে ভাল খেলেছি। মুম্বই সিটি এফসি-কে শিল্ড জেতার জন্য অভিনন্দন। আমরাই প্রথম ওদের ঘরের মাঠে হারালাম ক্লিন শিট রেখে, সেটা ভেবেও দারুণ লাগছে। একমাত্র একটা ম্যাচেই প্রতিপক্ষ আমাদের উড়িয়ে দিয়েছিল, যখন কলকতায় গিয়েছিল মুম্বই। বাকি সব ম্যাচেই আমরা লড়াই করেছি। কিন্তু প্রচুর ভুলের জন্য সাফল্য পাইনি। আমার দলের ছেলেরা হয়তো এই লিগে সেরা নই। কিন্তু ওরা যে ভাবে নিজেদের উজাড় করে দিয়েছে, তা প্রশংসার যোগ্য।’
For all the latest Sports News Click Here