ডায়পার পরে হাবড়ায় নাচানাচি, রেল পুলিশ ডেকে পাঠাল স্যান্ডি সাহাকে! কী শাস্তি হল?
স্যান্ডির ভিডিয়ো নিয়ে কম চর্চা হয় না। তবে স্যান্ডি মনে হয় নিজেও ভাবতে পারেননি এই ভিডিয়োর চক্করে রেল পুলিশ ডেকে পাঠাবে তাঁকে। এর আগে মা উড়ালপুলে ভিডিয়ো বানিয়ে একইভাবে বিতর্কে জড়িয়েছিলেন। তবে জনপ্রিয় এই ইউটিউবার বুঝিয়ে দিলেন শিক্ষা হয়নি পুরনো ঘটনা থেকে।
পুলিশের কাছ থেকে ডাক পেয়ে স্যান্ডি নিজেই পৌঁছেছিলেন পুলিশের কাছে। সেখানে পুলিশের আধিকারিকরা খানিকক্ষণ তাঁর সঙ্গে কথা বলার পর ছেড়ে দেন স্যান্ডিকে। হাবড়া আরপিএফ অফিসের বাইরে দাঁড়িয়েই মিডিয়াকে তিনি বলেন, ‘রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে আমি ভিডিয়ো করেছিলাম। জানতাম না সেটা বেআইনি। আমি সেখানকার লোককে জিজ্ঞেস করেছিলাম। ওরা বলেছিল ওই লাইনে ট্রেন চলে না। তবে ট্রেন চলুক আর না চলুক রেলওয়ে ট্র্যাকে যাওয়াষ ফোটো তোলা, নাচ করা সবই বেআইনি, তাই আমি এখানে ফাইন দিতে এসেছি।’
‘আর আমি তো ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে আসিনি। আমি বাচ্চার বিরিয়ানি খেতে এসেছি। অনেক ভ্লগাররাই আসে। কিন্তু আমাকে দেখে লোক জড়ো হয়েছে। হয়তো লোক আমাকে বেশি ভালোবাসে বলেই এমন হয়েছে। আমি তো জানতাম না। ওঁরা বলছে আমার জানিয়ে আসা উচিত ছিল নিরাপত্তার খাতিরে।’, নিজের বক্তব্যে আরও যোগ করেন স্যান্ডি। আরও পড়ুন: একা মা! রাজীবের থেকে আলাদা হওয়ার পর মুম্বইতে আর ফ্ল্যাট পাচ্ছেন না সুস্মিতার ভাইয়ের বউ চারু আসোপা
সঙ্গে বলেন এদিন তাঁকে ডেকে পোশাক নিয়েও প্রশ্ন তোলেন আরপিএফরা। তবে স্যান্ডি সাফ জানিয়ে দেন, ডায়পার পরা নিয়ে নিয়ে তিনি কোনওভাবেই লজ্জিত নন। কারণ কী ধরণের পোশাক তিনি পরবেন তা সম্পূর্ণই তাঁর নিজের ব্যাপার। তবে এরপর থেকে রেল লাইনে ভিডিয়ো বানানো নিয়ে সাবধান হবেন। কারণ যেহেতু অনেক মানুষ তাঁর ভিডিয়ো দেখেন তাই ভুল বার্তা পৌঁছতে পারে।
২৭ মার্চ ভিডিয়োটি পোস্ট করেছিলেন স্যান্ডি। হাবড়ার হঠাৎ ভাইরাল হওয়া বিরিয়ানির দোকান বাচ্চার বিরিয়ানি-তে ভ্লগ বানাতে গিয়েছিলেন ডায়পার দিয় পোশাক বানিয়ে। সেখানে হাবড়া স্টেশনে ডায়পার পরে নাচেন, রেলনাইনে লাফালাফি করেন। বিরিয়ানির দোকানের মালিক ‘বাচ্চা’র সঙ্গে ফ্লার্টও করেন। তুমুল ভাইরাল হয়েছিল ভিডিয়োটি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here