ডাবিং করেছেন এরপর কী অভিনয় করবেন? বলিউড ইনিংস নিয়ে কী বললেন শুভমন
কেবল ক্রিকেট নয়, বর্তমানে আরও একটি কারণের জন্য শুভমন গিল চর্চায় আছেন। তিনিই যে সম্প্রতি স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডারভার্সের জন্য হিন্দি এবং পঞ্জাবি ভাষায় গলা দিয়েছেন। ডাবিং দিয়েই সূচনা সারলেন। জুড়ে গেলেন বিনোদন জগতের সঙ্গে। এবার কি ক্যামেরার সামনে আসার পালা? খেলা দিয়ে তো ইতিমধ্যেই তিনি লক্ষ লক্ষ মানুষের নজর, মন। দুই কেড়েছেন। এবার কি তবে অভিনয়ে হাত পাকাতে চান?
গুজরাট টাইটানসের এই তারকা খেলোয়াড়কে সদ্যই একটি বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে। তবে এমন ছোটখাটো অভিনয় নয়, সিনেমা বা সিরিজে কাজ করার ইচ্ছে আছে কি শুভমন গিলের? নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ক্রিকেটার জানান তিনি সিনেমায় কাজ করবেন কিনা জানেন না, কিন্তু তাঁর এই অভিনয় ব্যাপারটা বেশ ভালো লাগে। শুভমনের কথায়, ‘এটাই অন্যতম স্কিল যা আমি শিখতে চাই। আমি নিশ্চিত ভাবে জানি না যে আমি কোনও ছবি করব কিনা, করতেও পারি, নাও পারি। কিন্তু আমি সত্যিই উচ্ছ্বসিতবোধ করব যদি আমি এই স্কিল শিখতে পারি।
তিনি আরও বলেন, ‘স্কিল বলতে আমি বোঝাতে চাইছি, আমি কোনও অভিনয়ের ক্লাস করতে চাই বা কোনও ওয়ার্কশপ করতে চাই। আমি জিনিসটা শিখতে চাই। আমি এটা জীবনের কোনো একটা সময়ে নিশ্চয় করতে চাই। আর এই ছবিতে যে গলা দিলাম, ডাব করলাম সেটা কিন্তু একটা অন্যতম কারণ। আমি ভাবলাম আমার কিছু অন্তত অভিজ্ঞতা হবে। আসলে আমি মনে করি এই সিনেমা, অভিনয় করা গোটাটাই একটা দুর্দান্ত কাজ। তুমি যেটা নও সেটা হয়ে ওঠা, সেই চরিত্রে অভিনয় করা, লোককে সেটা আবার বিশ্বাস করানো মোটেই সহজ নয়। আর সেই কারণেই আমি এটা শিখতে চাই। কিন্তু পর্দায় আমায় দেখা যাবে কিনা জানি না।’
যদি তিনি অভিনয় শেখার এবং সিনেমায় সুযোগ পান বা করেন তাহলে কোন ধরনের ছবি করতে পছন্দ করবেন শুভমন গিল? উত্তরে তিনি বলেন, ‘ড্রামা থ্রিলার।’ তিনি জানান অ্যাল পাসিনো, রবার্ট দি নেরো, জনি ডেপ, টম হার্ডি, প্রমুখের ভক্ত তিনি এবং এঁরা যে ধরনের ছবিতে কাজ করেন সেটা তিনি পছন্দ করেন।
সোনি পিকচার এন্টারটেইনমেন্টের তরফে ভারতে স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডারভার্স ছবিটা নিয়ে আসা হবে। এই ছবিটা ইংলিশ, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লাম, গুজরাটি, মারাঠি, পঞ্জাবি এবং বাংলায় মুক্তি পাবে ১ জুন।
For all the latest entertainment News Click Here