ডান, বাম দুই হাতেই বল করতে সক্ষম, চিনে নিন অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ দলের ভারতীয় বংশোদ্ভূত তারকাকে
শুভব্রত মুখার্জি
২২ গজে সমান দক্ষতার সঙ্গে বাঁ-হাত এবং ডান হাতে স্পিন বল করার এক অসামান্য ক্ষমতার অধিকারী অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ পর্যায়ের ‘সব্যসাচী’ বোলার নিভেথান রাধাকৃষ্ণান। উল্লেখ্য, তিনি শুধুমাত্র একজন স্পিনার নন, তিনি অজি ক্রিকেটের জুনিয়র পর্যায়ের একজন দক্ষ অলরাউন্ডার। ডানহাতে ব্যাট করার পাশাপাশি তিনি দুই হাতেই বল করতে সক্ষম।
২০১৩ সালে রাধাকৃষ্ণানের পরিবার দিল্লি থেকে সিডনিতে চলে আসে। ২০২১ সালে সেই স্থানেরই আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস দলের নেট বোলার ছিলেন এই অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ জানুয়ারি থেকে বসতে চলেছে অনুর্ধ্ব-১৯ পর্যায়ের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের দল ইতিমধ্যেই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি দলে জায়গা করে নিয়েছেন এই আশ্চর্য বোলার রাধাকৃষ্ণানও।
অজিদের ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়া উভয় দলের তরফেই তাকে ‘রুকি’ হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সূত্রের খবর, তাসমানিয়ার সঙ্গে ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন তিনি। অনুর্ধ্ব-১৬ পর্যায়ে রাধাকৃষ্ণান অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্বও করেছেন। রাধাকৃষ্ণান জানিয়েছেন তার বাবা আনবু সেলভান, যিনি তামিলনাড়ুর জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলেছেন তিনিই তাকে দুই হাতে বল করার পরামর্শ দিয়েছিলেন।
For all the latest Sports News Click Here