ডান পায়ে হাঁটুর উপর থেকে ব্যান্ডেজ,হাতে ক্রাচ,GT শিবির ছেড়ে দেশে ফিরে গেলেন কেন
২০২৩ আইপিএলের শুরুটাও দুরন্ত ছন্দে করলেও, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স বিশাল বড় ধাক্কা খেল। চোটের কারণে টুর্নামেন্টের শুরুতেই গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেবন কেন উইলিয়ামসন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খেলার সময়েই চোট পান গুজরাটের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। আর রবিবার গুজরাট টাইটান্সের পক্ষ থেকে আনুষ্ঠানি ভাবে জানিয়ে দেওয়া হয় যে, হাঁটুর চোটের কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন কিউয়ি তারকা।
আরও পড়ুন: IPL প্লে-অফের হিসেবে CSK, MI-এর থেকে RCB পিছিয়ে নেই- নিন্দুকদের মুণ্ডুপাত কোহলির
কেন উইলিয়ামসন ভারত ছেড়ে যাওয়ার আগে ক্রাচে দাঁড়িয়ে থাকা তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছেন, ‘@gujarat_titans এবং কিছু অসাধারণ মানুষ, যারা গত কয়েক দিন ধরে আমার পাশে ছিল, তাদের সকলকে ধন্যবাদ। সেরে ওঠার যাত্রা শুরুর জন্য আমি বাড়ি ফেরার পথে। আমাকে মেসেজ করার জন্যও সকলকে ধন্যবাদ।’
এ ছাড়াও কেন উইলিয়ামসন গুজরাট টাইটান্স শিবির ছাড়ার আগে দলের ভক্তদের জন্য একটি বিশেষ বার্তাও দিয়েছেন। গুজরাট টাইটান্সের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘টাইটান্স পরিবারের জন্য একটি বিশেষ বার্তা’। উইলিয়ামসন সেই ভিডিয়োতে বলেছেন, ‘গুজরাট টাইটান্স দলকে বাকি মরশুমে সেরাটা দেওয়ার জন্য শুভেচ্ছা জানাতে চাই। যদি আমি সবার সঙ্গে এই দবে থাকতে পারতাম, খুব ভালো হত। কিন্তু সেটা হল না। এবং আমি ভক্তদের তাদের সমস্ত ভালবাসার সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আমি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ।’
আরও একটি ভিডিয়োতে উইলিয়ামসনকে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োতে আবার তিনি বলেছেন, ‘এত তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য দুঃখিত। আমি নিশ্চিত এই ক্যাম্পকে মিস করব। শীঘ্রই দেখা হবে।’
শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময়েই চোটের কবলে পড়েন কেন উইলিয়ামসন। চেন্নাইয়ের ইনিংস চলার সময়ে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। ছয় বাঁচাতে পারলেও, মাটিতে পড়ার সময়ে হাঁটুতে চোট পান তিনি। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও, মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিক মতো পড়েনি। যার জেরেই ঘটে বিপত্তি। উইলিয়ামসন গুরুতর চোট পান।
আরও পড়ুন: জোফ্রাকে পিটিয়ে ছাতু করলেন কোহলি, ১৭ বলে নিলেন ২৮ রান, হাঁকালেন ২টি করে চার ও ছয়
এর পর মাঠেই ছুটে আসেন দু’দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসা শুরু হয় মাঠেই। সিএসকে-র ইনিংসের ১৩তম ওভারে এই চোট পান উইলিয়ামসন। কিন্তু চোট এতটাই গুরুতর ছিল যে ,সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না কেন উইলিয়ামসন। পরে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফিজিয়োদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় উইলিয়ামসনকে। পরে আর দলের হয়ে ব্যাট করতে পারেননি। উইলিয়ানসনের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাই সুদর্শনকে খেলায় গুজরাট।
জানা গিয়েছে, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের এসিএল চোট হয়েছে। সারতে কয়েক সপ্তাহ লাগবে। শুধু আইপিএল নয়, এই চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে উইলিয়ামসনকে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। তবে এ বার তাঁকে কিনে নিয়েছিল গুজরাট। দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাঁর ছিটকে যাওয়া নিঃসন্দেহ হার্দিক পাণ্ডিয়াদের কাছে বড় ধাক্কা।
For all the latest Sports News Click Here