‘ডাক্তার বলল হার্টে কোনও ব্লক নেই’, সৃজিতের পোস্ট ঘিরে জল্পনা! অসুস্থ পরিচালক?
টলিউডের প্রথম সারির পরিচালক তিনি। টলিউডের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। হাতে একের পর এক প্রোজেক্ট। কাজ নিয়ে এই ব্যস্ততার মাঝেই বুধবার সকালে ফেসবুকে পরিচালক লেখেন- ‘হৃদয় পরিবর্তন’ হওয়ায় তিনি আজ কাজে যেতে পারছেন না। সৃজিত ফেসবুকের দেওয়ালে লেখেন- ‘ভেবেছিলাম আজও অনান্য দিনের মতো কাজে যাব, কিন্তু হৃদয়ে পরিবর্তন এল’। সৃৃজিতের এই পোস্ট দেখে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের এই পোস্টের মন্তব্য বাক্সে কেউ জানতে চেয়েছেন, ‘কী ঠিক আছো তো? কী হয়েছে?’ আবার কেউ লেখেন- ‘সাবধানে থেকো। নিজের যত্ন নাও’। আরও পড়ুন-প্রেসিডেন্সি ক্যাম্পাসে প্রেম নয়! ফরমান ঘিরে সরব প্রাক্তনী সৃজিত, ‘কলেজে করবে না তো কী..’
ঘন্টা কয়েকের ব্যবধানে ফেসবুকে আরও একটি পোস্ট লেখেন পরিচালক। সেখানে ‘অটোগ্রাফ’ নির্দেশক লিখলেন- ‘সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভ কামনার জন্য। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক আর টুইটার হ্যান্ডেল যেমন ব্লকে ভরা, তেমন আমার হৃদয়ে কিন্তু কোনও ব্লক নেই’। সঙ্গে একটি চোখ মারার ইমোজি যোগ করেন সৃজিত।
তবে কি অসুস্থ ‘রাজকাহিনি’ পরিচালক? তাই চিকিৎসকের কাছে ছুটতে হয়েছিল? বিস্তারিত জানতে পরিচালককে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে পরিচালকের পোস্টের কমেন্ট বক্সে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফলোয়ার্সরা। রূপম ইসলাম ঘরণী রূপসা দাশগুপ্ত লেখেন- ‘নিজের যত্ন নাও’। পরিচালক পারমিতা মুন্সি লেখেন- ‘সাবধানে থেকো’। অনুরাগীদের অনেকেই পরিচালকে কাজের চাপ থেকে নিজেকে খানিক মুক্ত রাখার উপদেশ দিয়েছেন, কেউ আবার পরিচালকের হৃদযন্ত্র ব্লকেজ মুক্ত জেনেই খুশি।
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় রয়েছেন সৃজিত। স্ত্রী মিথিলার সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না তাঁর, এমন জল্পনা ফের মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন সৃজিত ঘরণী। তিনি এক সংবাদমাধ্যমকে জানান- ‘একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।’
সদ্যই ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেছেন সৃজিত। আগেই বাঙালির আইকনিক গোয়েন্দা ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ পরিচালনা করেছেন সৃজিত, প্রথমবার ব্যোমকেশ কাহিনি পরিচালনায়। সৃজিতের ব্যোমকেশ হিসাবে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। পুজোয় ‘দশম অবতার’ নিয়ে হাজির হবেন, আপতত চলছে সেই ছবির রেইকি।
For all the latest entertainment News Click Here