‘ডল অনন্য, কারও মতো না’, নাম না করে তৃণাকে তোপ অভিষেক-পত্নীর, ‘ও একমাত্র মেয়ে…’
স্বামীর শেষ ছবি পঞ্চভূজের সাংবাদিক সম্মেলনে মেয়ে ডলকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। এদিন প্রয়াত অভিনেতার হয়ে ‘সেরা অভিনেতা’র পুরস্কার গ্রহণ করে তাঁর মেয়ে সাইনা চট্টোপাধ্যায় অর্থাৎ ডল। ছবির পরিচালনায় রানা বন্দ্যোপাধ্যায়। ‘পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এই ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন অভিষেক। আর সেটাই তাঁর স্ত্রী ও মেয়ের হাতে এদিন তুলে দেওয়া হয়।
সেই সম্মান অনুষ্ঠানে হাজির ছিলেন অভিষেকের সহকর্মীরাও। অভিষেককে সম্মান জানাতে গিয়ে ‘খড়কুটো’র অনস্ক্রিন মেয়ে তৃণা সাহা বলেন, অভিনেতা নাকি বরাবর চাইতেন তাঁর মেয়ে ডল বড় হয়ে যেন তৃণার মতোই হয়।
এবার তা নিয়েই সরাসরি মুখ খুললেন সংযুক্তা। যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তৃণার ব্যবহারে, বলা ভালো কথায় তিনি কতটা অসন্তুষ্ট। যদিও তিনি অভিনেত্রীর নাম নেননি। তবে এই পোস্ট যে তৃণাকে ঘিরেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
অভিষেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পোস্টটি শেয়ার করা হয়েছে। যেখানে বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করে সংযুক্তা লিখেছেন, ‘অভিষেক ডলকে খুব গভীরভাবে ভালোবাসত। ও যেমন তেমন করেই ওকে ভালোবাসত। ও যেভাবে ইংরেজি আর ফ্রেঞ্চ বলতে পারত, তাতে ওর গর্ব হত। লাস্ট সেমিস্টারে ৯২ শতাংশ নম্বর পাওয়ায় পার্টি দিয়েছিল।’
তিনি আরও লেখেন, ‘আমাদের ডল অনন্য। আমরা কখনই চাই না ও অন্য কারও মতো হেক। অভিষেকের এক সহঅভিনেতা দাবি করে,অভিষেক চাইত যে ডল তাঁর মতো হোক। আমাদের উচিত একজন বাবার তাঁর একমাত্র মেয়েকে ভাসোবাসাকে সম্মান জানানো। অন স্ক্রিন আর অফ স্ক্রিনের মধ্যে অনেক পার্থক্য। ও কখনই প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে গুলিয়ে ফেলত না।’
For all the latest entertainment News Click Here